Kalyani University Admission 2026

চলতি বছরে ইউজিসি নেট বা সেট দেবেন? পড়ুয়াদের প্রস্তুতির পাঠ দেবে কল্যাণী বিশ্ববিদ্যালয়

ক্লাস হবে সপ্তাহান্তে। অনলাইন এবং অফলাইন— উভয় মাধ্যমেই নেওয়া হবে ক্লাস।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২১ জানুয়ারি ২০২৬ ১৪:০২
Kalyani University

কল্যাণী বিশ্ববিদ্যালয়। ছবি: সংগৃহীত।

আগামী জুনেই দেশ জুড়ে আয়োজন করা হবে ইউজিসি নেট (ইউনিভার্সিটি গ্রান্টস কমিশন-ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট)-এর। বছরের শেষে রাজ্য স্তরে সেট (স্টেট এলিজিবিলিটি টেস্ট)-এরও আয়োজন করা হবে। কলেজ-বিশ্ববিদ্যালয়ে গবেষণা এবং শিক্ষকতার এই প্রতিযোগিতামূলক পরীক্ষায় উত্তীর্ণ হতে প্রয়োজন যথাযথ প্রস্তুতির। এ ক্ষেত্রে পড়ুয়াদের সাহায্যার্থে কল্যাণী বিশ্ববিদ্যালয়ের তরফেও প্রস্তুতির পাঠ দেওয়া হবে।

Advertisement

বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর নেট অর সেট কোচিং অ্যান্ড কেরিয়ার কাউন্সেলিংয়ের তরফে একটি কোচিং প্রোগ্রামের আয়োজন করা হবে। পরীক্ষার জন্য জানুয়ারি থেকে জুন মাস পর্যন্ত ছ’মাস কোচিং দেওয়া হবে। ক্লাস হবে সপ্তাহান্তে। অনলাইন এবং অফলাইন— উভয় মাধ্যমেই নেওয়া হবে ক্লাস।

সংশ্লিষ্ট প্রোগ্রামে কল্যাণীর পাশাপাশি অন্যান্য বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারাও ভর্তি হতে পারবেন। আবেদনকারীদের যে কোনও বিশ্ববিদ্যালয়ে স্নাতক/স্নাতকোত্তর পাঠরত বা উত্তীর্ণ হতে হবে।

দু’টি পরীক্ষার প্রথম পত্র (জেনারেল পেপার) এবং দ্বিতীয় পত্রের (বিষয়ভিত্তিক পেপার) বিভিন্ন বিষয় পড়ানো হবে এই প্রোগ্রামে। পরীক্ষার বিষয়ভিত্তিক দ্বিতীয় পত্রের মধ্যে যে সমস্ত বিষয় এই ক্লাসে পড়ানো হবে, সেগুলি হল— বাংলা, ইংরেজি, বাণিজ্য, অর্থনীতি, ভূগোল, হিন্দি, কেমিক্যাল সায়েন্সেস, কম্পিউটার সায়েন্স অ্যান্ড অ্যাপ্লিকেশন্স, এডুকেশন, পরিবেশ বিজ্ঞান-সহ অন্যান্য।

আগ্রহীদের মূল বিজ্ঞপ্তিতে দেওয়া গুগল ফর্মটি পূরণ করে আবেদন জানাতে হবে। সংরক্ষিত এবং অসংরক্ষিত শ্রেণিভুক্তদের আবেদন মূল্যের পরিমাণ যথাক্রমে ১,৫০০ এবং ২,০০০ টাকা। আগামী ৩১ জানুয়ারি আবেদনের শেষ দিন। এ বিষয়ে বাকি তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে জানা যাবে।

Advertisement
আরও পড়ুন