CBI Recruitment 2026

সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া-য় ৩৫০ জন কর্মীর খোঁজ, পোস্টিং দেশের বিভিন্ন শহরে, আবেদন কী ভাবে?

ফরেন এক্সচেঞ্জ অফিসারদের বেতনক্রম হবে মাসে ৮৫,৯২০ থেকে ১,০৫,২৮০ টাকা। অন্য দিকে, মার্কেটিং অফিসারদের বেতনকাঠামো মাসে ৪৮,৪৮০ থেকে ৮৫,৯২০ টাকা।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২০ জানুয়ারি ২০২৬ ১৯:২৯
Central Bank of India

সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (সিবিআই)। ছবি: সংগৃহীত।

সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (সিবিআই)-য় অফিসার পদে কাজের সুযোগ। সম্প্রতি এই মর্মে নিয়োগ-বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের তরফে। জানানো হয়েছে, ব্যাঙ্কে একাধিক শূন্যপদে কর্মী প্রয়োজন। এ জন্য আগ্রহীদের অনলাইনে আবেদন জানাতে হবে। আবেদন প্রক্রিয়া শুরু মঙ্গলবার থেকেই।

Advertisement

ব্যাঙ্কে ফরেন এক্সচেঞ্জ অফিসার এবং মার্কেটিং অফিসার পদে কর্মী নিয়োগ করা হবে। মোট শূন্যপদের সংখ্যা ৩৫০। নিযুক্তদের পোস্টিং দেওয়া হবে দেশের বিভিন্ন শহরে। তাঁদের প্রথম দু’বছর ‘প্রোবেশন’-এ রাখা হবে।

ফরেন এক্সচেঞ্জ অফিসার পদে আবেদন করতে পারবেন ২৫ থেকে ৩৫ বছর বয়সিরা। অন্য দিকে, মার্কেটিং অফিসার পদে আবেদন করতে পারবেন ২২ থেকে ৩০ বছর বয়সিরা। সংরক্ষিতদের জন্য ছাড় থাকবে।

ফরেন এক্সচেঞ্জ অফিসারদের বেতনক্রম হবে মাসে ৮৫,৯২০ থেকে ১,০৫,২৮০ টাকা। অন্য দিকে, মার্কেটিং অফিসারদের বেতনকাঠামো মাসে ৪৮,৪৮০ থেকে ৮৫,৯২০ টাকা।

দু’টি পদে আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা এবং পেশাগত অভিজ্ঞতার ভিন্ন মাপকাঠি রয়েছে। মূল বিজ্ঞপ্তিতে তার বিশদ উল্লেখ করা হয়েছে।

প্রার্থীদের ব্যাঙ্কের ওয়েবসাইটে গিয়ে সমস্ত নথি-সহ আবেদন জানাতে হবে। সংরক্ষিতদের ১৭৫ টাকা এবং অসংরক্ষিতদের ৮৫০ টাকা আবেদনমূল্য জমা দিতে হবে। আগামী ৩ ফেব্রুয়ারি আবেদনের শেষ দিন। এর পর লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউয়ের মাধ্যমে সমস্ত পদে নিয়োগ হবে। লিখিত পরীক্ষার আয়োজন করা হবে দেশের বিভিন্ন শহরের পরীক্ষাকেন্দ্রে।

Advertisement
আরও পড়ুন