SINP Recruitment 2025

বিধাননগরের সাহা ইনস্টিটিউট অফ নিউক্লিয়ার ফিজ়িক্সে অধ্যাপনার সুযোগ, শূন্যপদ ১৫টি

নিযুক্তদের সপ্তম বেতন কমিশনের ১২ পে লেভেল মেনে প্রতি মাসে পারশ্রমিক দেওয়া হবে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৯ এপ্রিল ২০২৫ ১৬:০৯
Saha Institute of Nuclear Physics

সাহা ইনস্টিটিউট অফ নিউক্লিয়ার ফিজ়িক্স। সংগৃহীত ছবি।

বিধাননগরের সাহা ইনস্টিটিউট অফ নিউক্লিয়ার ফিজ়িক্স (এসআইএনপি)-এ শিক্ষকতার সুযোগ। কেন্দ্রের পারমাণবিক শক্তি বিভাগের অধীনস্থ প্রতিষ্ঠানটির তরফে সম্প্রতি এ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। জানানো হয়েছে, প্রতিষ্ঠানে নানা বিষয় পড়ানোর সুযোগ পাবেন শিক্ষকেরা। এর জন্য অনলাইনেই সম্পন্ন হবে আবেদন প্রক্রিয়া।

Advertisement

প্রতিষ্ঠানে নিয়োগ হবে অ্যাসোসিয়েট প্রফেসর (ই) পদে। মোট শূন্যপদের সংখ্যা ১৫। প্রতিষ্ঠানে বায়োফিজ়িক্যাল সায়েন্সেস, অ্যাটমিক, নিউক্লিয়ার অ্যান্ড হাই এনার্জি ফিজ়িক্স, থিওরিটিক্যাল ফিজ়িক্স এবং কন্ডেন্সড ম্যাটার, সারফেস ফিজ়িক্স অ্যান্ড মেটিরিয়াল সায়েন্স পড়াতে হবে নিযুক্তদের।

সংশ্লিষ্ট পদে আবেদন জানাতে প্রার্থীদের বয়স হতে হবে ৩৫ বছরের মধ্যে। সংরক্ষিত শ্রেণিভুক্তদের জন্য ছাড় থাকবে। নিযুক্তদের সপ্তম বেতন কমিশনের ১২ পে লেভেল মেনে প্রতি মাসে পারশ্রমিক দেওয়া হবে।

আবেদনকারীদের পিএইচডি ডিগ্রি থাকা এবং দু’বছরের পোস্ট ডক্টরাল গবেষণার অভিজ্ঞতা থাকা জরুরি। এ ছাড়াও রয়েছে যোগ্যতার অন্য মান, যা মূল বিজ্ঞপ্তিতে বিশদ জানানো হয়েছে।

আগ্রহীদের এর জন্য প্রতিষ্ঠানের ওয়েবসাইটে গিয়ে সমস্ত নথি-সহ আবেদন জানাতে হবে। এর পর সে সমস্ত নথি এবং আবেদনপত্র উল্লিখিত মেল আইডিতে পাঠিয়ে দিতে হবে। আবেদনের শেষ দিন আগামী ১৬ জুন। এর পর যোগ্যতার নিরিখে প্রাথমিক বাছাইয়ের পর সংশ্লিষ্ট পদে ইন্টারভিউয়ের মাধ্যমে কর্মী নিয়োগ করা হবে। এই বিষয়ে বিস্তারিত জানতে প্রতিষ্ঠানের ওয়েবসাইট থেকে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে হবে।

Advertisement
আরও পড়ুন