Govt Jobs for Engineers

রাষ্ট্রায়ত্ত সংস্থা খোঁজ চলছে ইঞ্জিনিয়াদের! কোন বিভাগের জন্য কর্মী প্রয়োজন?

প্রার্থীদের চার বছরের কাজের অভিজ্ঞতা থাকলে নিয়োগের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১১ নভেম্বর ২০২৫ ১৭:৫৯
THDC India Limited.

তেহরি হাইড্রো ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড। ছবি: সংগৃহীত।

রাষ্ট্রায়ত্ত সংস্থায় কর্মী নিয়োগ করা হবে। এই বিষয়ে বিশদ তথ্য জানিয়ে তেহরি হাইড্রো ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড-এর তরফে একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, অনূর্ধ্ব ৩০ বছর বয়সি প্রার্থীরা ওই পদের জন্য আবেদন করতে পারবেন।

Advertisement

প্রার্থীদের মাইন সার্ভেয়িং, সিভিল ইঞ্জিনিয়ারিং, মাইন ইঞ্জিনিয়ারিং-এর মধ্যে যে কোনও একটি বিষয়ে স্নাতক ডিগ্রি বা ডিপ্লোমা থাকা আবশ্যক। স্নাতক স্তরে বা ডিপ্লোমার পরীক্ষায় প্রার্থীদের ন্যূনতম ৬০ শতাংশ নম্বরও থাকতে হবে। পাশাপাশি, প্রার্থীদের কয়লাখনিতে ন্যূনতম চার বছরের কাজের অভিজ্ঞতা থাকা প্রয়োজন।

নিযুক্তদের মাসে ২৯,৪০০ টাকা বেতন দেওয়া হবে। পার্সোনাল ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে। আবেদনের জন্য ৬০০ টাকা রেজিস্ট্রেশন ফি ধার্য করা হয়েছে। নিয়োগের চার বছর পর পদোন্নতি হবে।

উল্লিখিত পদের জন্য অনলাইনে আবেদনপত্র গ্রহণ করা হবে। ৬ ডিসেম্বর পর্যন্ত আবেদনের পোর্টাল চালু থাকছে। এই পদ সংক্রান্ত বিষয়ে আরও তথ্য জানতে প্রার্থীদের প্রতিষ্ঠানের ওয়েবসাইট দেখে নিতে হবে।

Advertisement
আরও পড়ুন