প্রতীকী ছবি।
ইউনাইটেড ইন্ডিয়া ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেড-এ প্রশিক্ষণের পাশাপাশি কাজের সুযোগ। সম্প্রতি সংস্থার ওয়েবসাইটে এই সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।
শিক্ষানবিশ নিয়োগ করা হবে। ১৫৩ জন সুযোগ পাবেন। এক বছরের প্রশিক্ষণ চলবে। স্টাইপেন্ড মিলবে ৯ হাজার টাকা। আবেদনের জন্য কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে স্নাতক হতে হবে। তবে ২০২১ থেকে ২০২৫-এর মধ্যে যে সব পড়ুয়া স্নাতক উত্তীর্ণ হয়েছেন, শুধু তাঁরাই আবেদন করতে পারবেন। প্রার্থীর বয়স ২১ থেকে ২৮ বছরের মধ্যে বয়স হতে হবে। বাকি প্রয়োজনীয় যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে হবে।
আবেদন করবেন কী ভাবে?
প্রথমে ইউনাইটেড ইন্ডিয়া ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেড-এর (https://www.uiic.co.in/) ওয়েবসাইটে যেতে হবে। ‘হোমপেজ’ থেকে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি পাওয়া যাবে। সেখানে দেওয়া তথ্য অনুযায়ী আবেদনপত্র এবং প্রয়োজনীয় নথি জমা দিতে হবে। আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন ২০ জানুয়ারি ২০২৬। এই সংক্রান্ত বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানা যাবে বিজ্ঞপ্তি থেকেই।