Teacher Recruitment in West Bengal

বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর প্রয়োজন, কোন শর্তে পিএইচডি ডিগ্রিপ্রাপ্তরা পেতে পারেন সুযোগ?

বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের পাঁচটি বিভাগে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর নিয়োগ করা হবে। এর জন্য অফলাইনে আবেদনপত্র পাঠানো আবশ্যক।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১২ অগস্ট ২০২৫ ১৫:৪০
Vidyasagar University.

বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়। ছবি: সংগৃহীত।

বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের একাধিক বিভাগে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর নিয়োগ করা হবে। ওই পদে মোট পাঁচজন প্রয়োজন। তাঁদের বিশ্ববিদ্যালয়ের নিয়মানুসারে প্রতি মাসের পারিশ্রমিক বরাদ্দ করা হবে।

Advertisement

কোন কোন বিভাগে হবে নিয়োগ?

রাষ্ট্রবিজ্ঞান, মৎস্য বিজ্ঞান, মাইক্রোবায়োলজি, ক্লিনিক্যাল নিউট্রিশন অ্যান্ড ডায়টেটিক্স, বায়ো-মেডিক্যাল ল্যাবরেটরি সায়েন্স অ্যান্ড ম্যানেজমেন্ট বিভাগে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর নিয়োগ করা হবে।

কারা আবেদন করতে পারবেন?

  • রাষ্ট্রবিজ্ঞান, মৎস্য বিজ্ঞান, মাইক্রোবায়োলজি, বায়ো-মেডিক্যাল ল্যাবরেটরি সায়েন্স অ্যান্ড ম্যানেজমেন্ট বিভাগে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসাবে পিএইচডি অর্জন করেছেন, এমন ব্যক্তিরা আবেদন করতে পারবেন।
  • তবে, ক্লিনিক্যাল নিউট্রিশন অ্যান্ড ডায়েটেটিক্স বিভাগের ক্ষেত্রে ওই বিষয়ে কিংবা অ্যাপ্লায়েড নিউট্রিশনে স্নাতকোত্তর যোগ্যতাসম্পন্ন ব্যক্তিরা অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদে আবেদনের সুযোগ পাবেন।
  • উভয় ক্ষেত্রে ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট (নেট), স্টেট এলিজিবিলিটি টেস্ট (সেট) কিংবা স্টেট লেভেল এজিবিলিটি টেস্ট (স্লেট) উত্তীর্ণ হওয়া আবশ্যক।
  • তবে, যে সমস্ত বিষয়ে উল্লিখিত পরীক্ষা নেওয়া হয় না, সে ক্ষেত্রে স্নাতকোত্তর যোগ্যতাসম্পন্নদের আবেদন গ্রহণ করা হবে।

চুক্তির মেয়াদ:

এক বছরের চুক্তিতে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসাবে কাজের সুযোগ দেওয়া হবে। কাজের চাহিদার নিরিখে ওই মেয়াদ বৃদ্ধি পেতে পারে।

আবেদনের শর্তাবলি:

  • ডাকযোগে আবেদনপত্র জমা দিতে পারবেন।
  • ব্যাঙ্ক ড্রাফট হিসাবে ৬০০ টাকা ধার্য করা হয়েছে।
  • সরকারি এবং সরকারপোষিত সংস্থায় কর্মরত ব্যক্তিরা আবেদনপত্রের পাশাপাশি, নো অবজেক্শন সার্টিফিকেট (এনওসি) জমা দিতে হবে।
  • জীবনপঞ্জি, শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র, কর্মজীবনের শংসাপত্রের মতো নথি আবেদনের সঙ্গে পাঠানো প্রয়োজন।
  • আবেদনের শেষ দিন ২৫ অগস্ট।

উল্লিখিত পদে কী ভাবে নিয়োগ করা হবে, সেই সম্পর্কিত তথ্য বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (vidyasagar.ac.in) থেকে দেখে নিতে পারবেন।

Advertisement
আরও পড়ুন