CGCRI Recruitment 2025

স্নাতকেরা পেতে পারেন গবেষণার সুযোগ, গবেষক খুঁজছে সেন্ট্রাল গ্লাস অ্যান্ড সেরামিক রিসার্চ ইনস্টিটিউট

প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট পদে কর্মী চাই সেন্ট্রাল গ্লাস অ্যান্ড সেরামিক রিসার্চ ইনস্টিটিউট-এ।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১০ নভেম্বর ২০২৫ ১১:৩৮
Central Glass and Ceramic Research Institute.

সেন্ট্রাল গ্লাস অ্যান্ড সেরামিক রিসার্চ ইনস্টিটিউট। ছবি: সংগৃহীত।

রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানে স্নাতকেরা গবেষণার সুযোগ পাবেন। সেন্ট্রাল গ্লাস অ্যান্ড সেরামিক রিসার্চ ইনস্টিটিউট-এর একটি গবেষণা প্রকল্পে কাজের জন্য এমন প্রার্থীদের প্রয়োজন। শূন্যপদ একটি।

Advertisement

প্রতিষ্ঠানের উত্তরপ্রদেশের খুরজা দফতরে ‘স্কিল ডেভেলপমেন্ট ট্রেনিং অন হোয়াইট্অয়্যার প্রসেসিং অ্যান্ড ক্যারেক্টারাইজেশন’ নিয়ে গবেষণার চলছে। ওই প্রকল্পে প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট নিয়োগ করা হবে। চুক্তির ভিত্তিতে ৩১ মার্চ, ২০৩০ পর্যন্ত কাজ চলবে।

পদার্থবিদ্যা, রসায়ন, গণিতে স্নাতক হয়েছেন, কিংবা সেরামিক টেকনোলজি বিষয়ে ডিপ্লোমা অর্জন করেছেন— এমন ব্যক্তিরা উল্লিখিত পদে আবেদনের সুযোগ পাবেন। সংশ্লিষ্ট পদে নিযুক্তের বয়স ৩৫ বছরের মধ্যে হওয়া দরকার।

আগ্রহীদের সরাসরি ইন্টারভিউয়ের জন্য উপস্থিত থাকতে হবে। ইন্টারভিউ ৫ ডিসেম্বর সেন্ট্রাল গ্লাস অ্যান্ড সেরামিক রিসার্চ ইনস্টিটিউট-এর খুরজা সেন্টারে হতে চলেছে। ওই দিন প্রার্থীদের জীবনপঞ্জি, শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্রের মতো নথি নিয়ে উপস্থিত থাকা প্রয়োজন। আগাম আবেদন গ্রহণ করা হবে না।

Advertisement
আরও পড়ুন