WB Govt Job Recruitment 2025

রাজ্যের ১৭টি ব্যাঙ্কে ৯২টি শূন্যপদ, নিয়োগ ওয়েস্ট বেঙ্গল কো-অপারেটিভ সার্ভিস কমিশনের

পদের ভিত্তিতে নিযুক্তদের পারিশ্রমিক হবে মাসে ৯,৯৫৬ টাকা থেকে শুরু করে ৩৭,০৪১ টাকা।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ০৫ ফেব্রুয়ারি ২০২৫ ১৮:০০
প্রতীকী চিত্র।

প্রতীকী চিত্র।

রাজ্যের একাধিক ব্যাঙ্কে কর্মী নিয়োগ করবে ওয়েস্ট বেঙ্গল কো-অপারেটিভ সার্ভিস কমিশন (ডব্লিউবিসিএসসি)। নিয়োগ হবে বিভিন্ন পদমর্যাদায়। এমনটা জানিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে কমিশনের ওয়েবসাইটে। তাতে প্রকাশ, বিভিন্ন ব্যাঙ্কে রয়েছে প্রায় একশোর কাছাকাছি শূন্যপদ। এর জন্য ইতিমধ্যেই অনলাইন আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে।

Advertisement

কমিশনের তরফে নিয়োগ হবে জুনিয়র অফিস অ্যাসিস্ট্যান্ট, ফিল্ড সুপারভাইজ়ার/ অফিস অ্যাসিস্ট্যান্ট, সুপারভাইজ়ার, অ্যাসিস্ট্যান্ট কাম সুপারভাইজ়ার, সিনিয়র সেলসম্যান/ সেলসগার্ল, ক্লার্ক কাম ক্যাশিয়ার, সেলস কাম জেনারেল অ্যাসিস্ট্যান্ট, অ্যাসিস্ট্যান্ট, প্রুফরিডার, অ্যাকাউন্ট্যান্ট, অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্ট্যান্ট, ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট, জেনারেল ডেয়ারি ওয়ার্কার, ফিল্ড রিপ্রেজ়েন্টেটিভ ফর মার্কেটিং, এমআইএস অ্যাসিস্ট্যান্ট এবং সিনিয়র সুপারভাইজ়ার (প্লান্ট) পদে। মোট শূন্যপদের সংখ্যা ৯২। সংশ্লিষ্ট পদে নিযুক্তদের মোট ১৭টি ব্যাঙ্কে কাজের সুযোগ মিলবে। এর মধ্যে রয়েছে খড়দহ, বর্ধমান, ঝাড়গ্রাম সমবায় ব্যাঙ্ক-সহ অন্যান্য ব্যাঙ্ক।

সমস্ত পদে আবেদনের জন্য প্রার্থীদের বয়স হতে হবে ১৮ থেকে ৪০ বছরের মধ্যে। সংরক্ষিত শ্রেণিভুক্তদের জন্য ছাড় থাকবে। পদের ভিত্তিতে নিযুক্তদের পারিশ্রমিক হবে মাসে ৯,৯৫৬ টাকা থেকে শুরু করে ৩৭,০৪১ টাকা।

ফিল্ড সুপারভাইজ়ার/ অফিস অ্যাসিস্ট্যান্ট পদে আবেদনকারীদের কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে স্নাতক হতে হবে। পাশাপাশি, কম্পিউটার চালনার দক্ষতাও প্রয়োজন। একই ভাবে অন্য পদগুলির জন্যও যোগ্যতার ভিন্ন মাপকাঠি রয়েছে।

আগ্রহীদের এর জন্য কমিশনের ওয়েবসাইটে গিয়ে সমস্ত নথি-সহ আবেদন জানাতে হবে। আগামী ১ মার্চ আবেদনের শেষ দিন। এর পরে অনলাইন কম্পিউটার বেসড টেস্ট (সিবিটি), লিখিত পরীক্ষা, কম্পিউটার চালনার দক্ষতা এবং ইন্টারভিউয়ের মাধ্যমে সমস্ত পদে নিয়োগ হবে। এই বিষয়ে বিশদ জানতে প্রার্থীদের মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে হবে।

Advertisement
আরও পড়ুন