প্রেমে রয়েছেন ম্রুণাল ও ধনুষ। গ্রাফিক: আনন্দবাজার ডট কম।
সত্যিই কি সম্পর্কে আছেন ম্রুণাল ঠাকুর ও ধনুষ! সম্প্রতি দু’জনের সম্পর্ক নিয়ে জল্পনা শুরু হয়েছে। বিশেষ করে ম্রুণালের জন্মদিনের পার্টিতে তাঁদের একটি ঘনিষ্ঠ ভিডিয়ো ভাইরাল হওয়ার পরেই এই গুঞ্জন ছড়ায়। ম্রুণাল ও ধনুষের এক ঘনিষ্ঠ সূত্র সংবাদমাধ্যমকে জানান, সত্যিই সম্পর্কে রয়েছেন তাঁরা। তবে এখনই খবরটি প্রকাশ্যে আনতে চান না। কারণ, এই সম্পর্কের মেয়াদ বেশি দিন নয়।
এ বার ম্রুণালের আরও একটি কাণ্ডে জল্পনা ঘনীভূত হল। ধনুষের দুই দিদি কার্তিকা কার্তিক ও বিমলা গীতাকে ইনস্টাগ্রামে অনুসরণ করা শুরু করেছেন ম্রুণাল ঠাকুর। সেই দুই দিদিও ম্রুণালকে অনুসরণ করছেন। দুই তারকার সম্পর্কের খবর ছড়ানোর ঠিক পরেই এই অনুসরণ-পর্ব সেরেছেন তাঁরা। এই দেখে ম্রুণাল ও ধনুষের অনুরাগীরা অনুমান করছেন, কথাবার্তা অনেকটাই এগিয়েছে তাঁদের মধ্যে। ধনুষের পরিবারের সঙ্গেও দেখা সাক্ষাৎ সেরে ফেলেছেন ম্রুণাল। কিন্তু নিজেদের সম্পর্ক নিয়ে মুখে কুলুপ এঁটে রেখেছেন তাঁরা।
সেই ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, সম্পর্কের কথা প্রকাশ্যে না এলেও, একসঙ্গে বিভিন্ন জায়গায় যেতে তাঁদের কোনও আপত্তি নেই। ধনুষ ও ম্রুণালের বেশ কয়েকজন বন্ধু রয়েছেন। তাঁরাও চাইছেন, একসঙ্গে থাকুন দুই তারকা। দু’জনের মধ্যে নাকি বেশ কিছু বিষয়ে মিলও রয়েছে। পরস্পরের মধ্যে বোঝাপড়াও খুব ভাল। ভাবনাচিন্তা, মূল্যবোধ, পছন্দ-অপছন্দে দু’জনের বহু মিল। তবে সম্পর্কে আরও কিছু দিন থিতু হয়ে তার পর বিষয়টি প্রকাশ্যে আনার পরিকল্পনা করেছেন তাঁরা। তার পরই হয়তো চারহাত এক করার কথা ভাববেন।
সম্প্রতি মুক্তি পেয়েছে ম্রুণালের ছবি ‘সন অফ সর্দার ২’। সেই ছবির বিশেষ প্রদর্শন দেখার জন্য মুম্বই উড়ে গিয়েছিলেন ধনুষ। সেই প্রদর্শন থেকেও একটি ভিডিয়ো ছড়িয়েছে সমাজমাধ্যমে। সেখানেও ম্রুণাল ও ধনুষকে একসঙ্গে দেখা গিয়েছে। বেশ ঘনিষ্ঠ ভাবেই কথা বলছিলেন বলে মনে করছেন নেটাগরিকেরা।