Varun Dhawan

৫ লক্ষ টাকার প্রস্তাব! ‘বর্ডার ২’ ছবিতে বরুণ ধবনের অভিনয় নিয়ে কুৎসা করলেই বড় ‘প্রলোভন’?

‘বর্ডার ২’ ছবিতে অভিনয় করেছেন বরুণ। মুক্তি পেয়েছে ছবির একটি গান। গানটি প্রশংসিত হলেও বরুণের অভিনয় নিয়ে সমালোচনা হচ্ছে। তাঁর অভিব্যক্তি নিয়ে সমাজমাধ্যমে ট্রোলিংও চলছে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১১ জানুয়ারি ২০২৬ ১৯:১৫
বরুণ ধবনকে নিয়ে নেতিবাচক প্রচার চলছে?

বরুণ ধবনকে নিয়ে নেতিবাচক প্রচার চলছে? ছবি: সংগৃহীত।

বরুণ ধবনের নেতিবাচক প্রচার করে ভিডিয়ো বানালেই মিলবে ৫ লক্ষ টাকা। এমনই প্রস্তাব পেয়েছেন এক নেটপ্রভাবী। এমন দাবি করেছেন সেই নেটপ্রভাবী নিজেই।

Advertisement

‘বর্ডার ২’ ছবিতে অভিনয় করেছেন বরুণ। মুক্তি পেয়েছে ছবির একটি গান। গানটি প্রশংসিত হলেও বরুণের অভিনয় নিয়ে সমালোচনা হচ্ছে। তাঁর অভিব্যক্তি নিয়ে সমাজমাধ্যমে ট্রোলিংও চলছে। ইচ্ছা করেই নাকি অভিনেতার বিরুদ্ধে এই নেতিবাচক প্রচার চালানো হচ্ছে। দাবি করেছেন থারা ভাই যোগিন্দর নামে সেই নেটপ্রভাবী। শনিবার একটি ভিডিয়োর মাধ্যমে তিনি বলেন, “বরুণ ধবনের ভাবমূর্তি খারাপ করার একটি কর্মসূচি চলছে সমাজমাধ্যমে। এরা বলছে, ভিডিয়োয় বলতে হবে, বরুণ ধবন খুব খারাপ অভিনয় করেছে। এর বিনিময়ে টাকার প্রস্তাব দিচ্ছে।”

এই বিষয়টি বলেও ক্ষোভপ্রকাশ করেন যোগিন্দর। তাঁর বক্তব্য, ‘বর্ডার ২’ ছবিটি ভারতীয় সেনাদের নিয়ে তৈরি। তাই এই ছবি নিয়ে নেতিবাচক প্রচার করা কোনও ভাবেই ঠিক নয়। তাঁর কাছেও বরুণকে নিয়ে খারাপ ভিডিয়ো বানানোর প্রস্তাব এসেছে। বিনিময়ে ৫ লক্ষ টাকা দেওয়ার কথা বলা হয়েছে। নেটপ্রভাবীর দাবি, তিনি এই প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন। দ্বিতীয় বার এমন প্রস্তাব এলে তিনি পুলিশকে জানানোর হুমকিও দিয়েছেন।

দিনকয়েক আগে এই একই বিষয়ে ক্ষোভপ্রকাশ করেছিলেন ছবির প্রযোজক নিধি দত্ত। তিনি সমাজমাধ্যমে লিখেছিলেন, “সমস্ত দেশদ্রোহীকে অভিনন্দন। এক অভিনেতা দেশাত্মবোধক ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন, আর তাঁকে এ ভাবে নীচে নামাচ্ছেন এই দেশদ্রোহীরা।” কিন্তু প্রযোজকের আশা, দর্শক ঠিক বুঝতে পারবেন। তাই তিনি লেখেন, “এটা ভারতের ছবি। আশা করছি, দর্শক বুঝতে পারবেন এবং ওই লোকজনের মুখে ঝামা ঘষে দেবেন।”

Advertisement
আরও পড়ুন