Postpond A.R. Rahman's Concert

পিছিয়ে যাচ্ছে রহমানের অনুষ্ঠান! জানুয়ারির বদলে কোন মাসে কলকাতায়? নেপথ্যে কি মেসি-কাণ্ড?

নতুন বছরে কলকাতায় আসার কথা ছিল সুরকার-গায়কের। ১৩ বছর পরে আবার তাঁর গান শুনতে পারেন শহরবাসী। সেই আনন্দে ভাটা।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ৩০ ডিসেম্বর ২০২৫ ১৩:১৩
কলকাতা সফর পিছিয়ে দিলেন এ আর রহমান?

কলকাতা সফর পিছিয়ে দিলেন এ আর রহমান? ছবি: সংগৃহীত।

নতুন বছর যত কাছে আসছে, ততই উন্মাদনার পারদ চড়ছে তাঁর অনুষ্ঠান ঘিরে। ১৩ বছর পরে কলকাতায় আসবেন এআর রহমান। শহরবাসী তাঁর গান সামনে বসে শোনার জন্য উন্মুখ। তার আগেই বাধা। নির্দিষ্ট দিনে শহরে আসছেন না তিনি।

Advertisement

আয়োজকের পক্ষ থেকে জানানো হয়েছে, ১১ জানুয়ারি কলকাতায় আসছেন না রহমান। ওই দিন শহর তাঁর গান শুনতে পাবে না। খবর ছড়াতেই উঠেছে প্রশ্ন, একেবারেই কি আসবেন না তিনি? জানা গিয়েছে, তিনি এপ্রিলে আসবেন। সব ঠিক থাকলে ১১ জানুয়ারির বদলে ১১ এপ্রিল গান শোনাতে আসবেন রহমান। বিকেল ৫টায় শুরু হবে অনুষ্ঠান। যাঁরা এপ্রিলের অনুষ্ঠানে আসতে পারবেন না, তাঁরা ৩০ জানুয়ারির মধ্যে নির্দিষ্ট ওয়েবসাইটের মাধ্যমে বা ইমেল-এর মাধ্যমে জানালে, টাকা ফেরত পাবেন।

খবর ছড়াতেই নড়ে বসেছেন অনুরাগীরা। আলোচনা শুরু হয়েছে রহমানের অনুষ্ঠান পিছিয়ে দেওয়া নিয়ে। আলোচনায় এমনও উঠে এসেছে, সাম্প্রতিক ঘটে যাওয়া মেসি-কাণ্ডই নাকি এর নেপথ্য কারণ। প্রসঙ্গত, তারকা ফুটবলার লিয়োনেল মেসির কলকাতা সফর নিয়ে তুলকালাম বেধেছিল শহরে। ভাঙচুর, জলের বোতল ছোড়া, অগ্নিকাণ্ডের মতো নিন্দনীয় ঘটনা ঘটেছিল। আহত হয়েছিলেন অনেকে। ফুটবলারের সঙ্গে যে সব খ্যাতনামী ছবি তুলেছিলেন, সমাজমাধ্যমে তাঁরা চূড়ান্ত হেনস্থার শিকার!

অনেকেরই অনুমান, কলকাতা এখনও সেই অঘটন ভোলেনি। সম্ভবত সেই জায়গা থেকেই কলকাতা সফর পিছিয়ে দিলেন আন্তর্জাতিক তারকা।

Advertisement
আরও পড়ুন