সদ্যপ্রয়াত নন্দিনী সিএম। ছবি: সংগৃহীত।
বাহির আর অন্তর কি সব সময় এক সুরে বাজে? দক্ষিণী ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী নন্দিনী সিএম-এর মৃত্যু আবার এই প্রশ্ন তুলে দিল। বিয়ের জন্য চাপ দিচ্ছিল পরিবার। একটি চিরকুটে সে কথাই লিখে গিয়েছেন তিনি।
আরও একটি কথা সেই সঙ্গে জুড়েছেন নন্দিনী। অন্যান্য ব্যক্তিগত সমস্যার কারণে বিষণ্ণতা এবং মানসিক যন্ত্রণার সঙ্গে দীর্ঘ দিন ধরে লড়াই চলছিল তাঁর। নন্দিনীর আত্মহনন যেন আরও একবার প্রমাণ করে দিল, পাদপ্রদীপের আলোয় থাকা মানুষগুলো বাস্তবে ভাল নেই।
কন্নড় বিনোদনদুনিয়া একডাকে চেনে এই অভিনেত্রীকে। দীর্ঘ দিন ধরে ছোটপর্দার সঙ্গে যুক্ত ছিলেন। কোত্তুরের বাসিন্দা নন্দিনী বেঙ্গালুরুতে থাকতেন। তিনি ‘জীবা হুভাগিদে’, ‘সংঘর্ষ’, ‘মধুমাগালু’ এবং ‘নিনাদে না’-এর মতো বেশ কয়েকটি জনপ্রিয় কন্নড় সিরিয়ালে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন। মৃত্যুর আগে নন্দিনী ‘গৌরী’ ধারাবাহিকে প্রধান চরিত্রে অভিনয় করছিলেন। সেখানে ‘কনকা’ এবং ‘দুর্গা’, এই দ্বৈত চরিত্রে দেখা যাচ্ছিল তাঁকে। খবর, চিত্রনাট্য অনুযায়ী বিষপানের দৃশ্যে তাঁর শেষ অভিনয়। তার পরেই নীরবে জীবনের থেকে মুখ ফেরান চিরতরে।
সুইসাইড নোটে নন্দিনীর লেখা ‘মানসিক ভাবে ভাল না থাকা’র বিষয়টি তাই নতুন করে ভাবাচ্ছে রুপোলি পর্দার তারকাদের। মানসিক লড়াইয়ে একা, কোণঠাসা মানুষগুলোর এই পরিণতি চিন্তার ভাঁজ ফেলেছে অনেকের কপালে। এ ভাবেই অকালে ঝরে গিয়েছেন জিয়া খান, সুশান্ত সিংহ রাজপুত, প্রত্যুষা বন্দ্যোপাধ্যায়, দিব্যা ভারতী এবং আরও অনেকে।