Aamir Khan

বান্দ্রা ছাড়ছেন তারকারা! শাহরুখের পর এ বার আমির খান, কোথায় যাচ্ছেন অভিনেতা?

দিন কয়েক আগেই মন্নত ছেড়ে পালি হিলের একটি আবাসনে পরিবার নিয়ে উঠেছেন শাহরুখ খান। এ বার নিজের বান্দ্রার আবাসন ছাড়লেন অভিনেতা আমির খান।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২২ এপ্রিল ২০২৫ ১৯:২৪
Aamir khan move out from his bandra house to pali hill for renovation work

শাহরুখের পর এ বার বাড়ি বদল করলেন আমিরও। ছবি: সংগৃহীত।

বান্দ্রা মুম্বইয়ের অভিজাত এলাকা। সেখানেই বলিউডের অধিকাংশ তারকাদের বাস। যদিও এই বান্দ্রাতেই সইফ আলি খান ও করিনা কপূর খানের বাড়িতে ঘটে দুষ্কৃতী হামলা। তার পর অভিনেত্রী পুনম ঢিঁল্লোঁর বাড়িতে চুরির ঘটনা। অনেক তারকাই বলাবলি শুরু করেন বান্দ্রা আর আগের মতো নিরাপদ নেই। দিন কয়েক আগেই মন্নত ছেড়ে পালি হিলের একটি আবাসনে পরিবার নিয়ে উঠেছেন শাহরুখ খান। এ বার নিজের বান্দ্রার আবাসন ছাড়লেন অভিনেতা আমির খানও।

Advertisement

বান্দ্রা ভার্গো কোঅপারেটিভ সোসাইটিতে থাকতেন আমির। জানা গিয়েছে, ওই আবাসনে ওই রিয়েল এস্টেট কোম্পানি বিলাসবহুল আবাসন গড়ে তুলছে। প্রায় গগনচুম্বী সব বহুতল হবে। একেবারে সমুদ্রমুখী আবাসন গড়ে উঠবে সেখানে। যার ফলে দামও বাড়বে অনেকটা। এই সংস্থার তৈরি একাধিক আবাসনেই আমিরের ফ্ল্যাট রয়েছে। জানা গিয়েছে, নতুন এই আবাসনে প্রতি বর্গফুটের দাম হতে চলেছে ১ লক্ষ টাকা। এই নয়া আবাসন নির্মাণের জন্য নিজের ফ্ল্যাট ছেড়ে এখন অন্যত্র গিয়েছেন অভিনেতা। এই মুহূর্তে নিজের পালি হিলের আবাসনে গিয়ে উঠেছেন। যেটি প্রায় ১০০০ বর্গফুট। কিনেছেন প্রায় ৯ কোটি দিয়ে।

Advertisement
আরও পড়ুন