Year Ender 2025

২০২৫: বিভিন্ন বাংলা কাগজের যে লেখাগুলি আমাদের পছন্দ

কলকাতা এবং ঢাকা থেকে প্রকাশিত বাংলা ভাষায় মোট পাঁচটি খবরের কাগজের উত্তর সম্পাদকীয়, রবিবারের সাময়িকী অথবা বিশেষ বিভাগে প্রকাশিত লেখার মধ্য থেকে আমরা পাঁচটি ভাল লেখা বেছে নিয়েছি।

Advertisement
শেষ আপডেট: ৩১ ডিসেম্বর ২০২৫ ০৮:৫৬
Five best articles of 2025 published in Bengali Newspapers outside ABP Group

গ্রাফিক: এআই সহায়তায় প্রণীত।

আনন্দবাজার ডট কম-এ কর্মরত আমাদের ধারণা, ২০২৫ সালে বেশ কিছু ভাল লেখা আমরা আমাদের ওয়েবসাইটে প্রকাশ করেছি।

Advertisement

বৈষ্ণবোচিত বিনয় সহকারে আমরা এ-ও স্বীকার করে নিচ্ছি যে, আমাদের ওয়েবসাইট ছাড়া অন্যান্য প্রতিষ্ঠানের বাংলা খবরের কাগজেও ২০২৫ সালে বেশ কিছু মনোগ্রাহী, চিত্তাকর্ষক, ভাবানোর উপযোগী এবং ভাল লেখা প্রকাশিত হয়েছে।

প্রসঙ্গত, ২০২৩ এবং ২০২৪ সালের শেষ দিনেও আমরা পাঁচটি প্রতিষ্ঠানের বাংলা খবরের কাগজে প্রকাশিত আমাদের মতে পাঁচটি সেরা লেখা পুনঃপ্রকাশ করেছিলাম। সেই ধারা মেনে এই বছরের শেষেও কয়েক জন সহকর্মীকে অনুরোধ করেছিলাম, আনন্দবাজার সংস্থা ছাড়া অন্যান্য প্রতিষ্ঠানের কাগজে প্রকাশিত তাঁদের সবচেয়ে পছন্দের লেখাগুলি বাছাই করে দিতে। সেই লেখাগুলিই আমরা এখানে আবার প্রকাশ করলাম। বাছাই করার ক্ষেত্রে সচেতন ভাবেই ‘স্পট নিউজ়’কে বিবেচনায় রাখা হয়নি। আমরা পছন্দ করেছি ‘ভাল লেখা’। কলকাতা এবং ঢাকা থেকে প্রকাশিত বাংলা ভাষায় মোট পাঁচটি খবরের কাগজের উত্তর সম্পাদকীয়, রবিবারের সাময়িকী অথবা বিশেষ বিভাগে প্রকাশিত লেখার মধ্য থেকেই আমরা ‘ভাল লেখা’ বেছে নিই। ঘটনাচক্রে, এ বারের সবক’টি ভাল লেখাই উত্তর সম্পাদকীয়।

উল্লেখ্য, প্রকাশিত লেখাগুলির বানান অবিকৃত রাখা হয়েছে। দ্বিতীয়ত, লেখাগুলি যে ক্রমপর্যায়ে প্রকাশ করা হল, সেগুলি তাদের মানের সূচক নয়। অর্থাৎ, এই ক্রমতালিকা কোনও ‘র‌্যাঙ্কিং’ নয়। লেখাগুলি রয়েছে ২০২৫ সালে তাদের প্রকাশকাল অনুযায়ী।

Advertisement
আরও পড়ুন