India-Pakistan

‘কিছু মানুষ বাড়িতে বসে যুদ্ধের জয়জয়কার করছেন’, জম্মুতে কেমন আছে আলি গনির পরিবার?

‘অপারেশন সিঁদুর’-এর পরে পাকিস্তানও পাল্টা নিশানা করতে শুরু করে জম্মু, পাঠানকোট ও উধমপুর এলাকায়। আলি গনি জন্মগত ভাবে কাশ্মীরের বাসিন্দা।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৯ মে ২০২৫ ১৩:৪২
Actor Aly Goni said that his family in Jammu and he is shattered

কাশ্মীরে রয়েছেন আলি গনির পরিবার। ছবি: সংগৃহীত।

পহেলগাঁও কাণ্ডের ১৫ দিনের মাথায় পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরের জঙ্গিঘাঁটি গুঁড়িয়ে দিয়েছে ভারতীয় সেনা। তবে ভারতের ‘অপারেশন সিঁদুর’-এর পরে অশান্ত সীমান্ত, যার জেরে আতঙ্কে দিন কাটছে সীমান্ত সংলগ্ন মানুষের। এমনই পরিস্থিতি ছোট পর্দার অভিনেতা আলি গনির।

Advertisement

‘অপারেশন সিঁদুর’-এর পরে পাকিস্তানও পাল্টা নিশানা করতে শুরু করে জম্মু, পাঠানকোট ও উধমপুর এলাকায়। আলি গনি জন্মগত ভাবে কাশ্মীরের বাসিন্দা। বৃহস্পতিবার সন্ধের পর থেকেই জম্মু লক্ষ্য করে পাল্টা হামলা শুরু পাকিস্তান। বৃহস্পতিবার রাতে পর পর বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে জম্মুতে। আখনুর, সাম্বার মতো জায়গায় সাইরেন বেজেছে। পাকিস্তানের দিকের আন্তর্জাতিক সীমান্তের ও পার থেকে একাধিক রকেট উড়ে আসতে দেখা গিয়েছে। সম্পূর্ণ ‘ব্ল্যাকআউট’ করে দেওয়া হয়েছে এলাকায়। এই পরিস্থিতি দেখে আতঙ্কিত ছোট পর্দার অভিনেতা। তার কারণ, আলির পরিবার এখনও জম্মুতেই থাকেন।

সমাজমাধ্যমে আলি লিখেছেন, “আমি এখন দেশের বাইরে শুটিং করছি। কিন্তু আমার পরিবার জম্মুতে রয়েছে। আমার মাথা কাজ করছে না। ঈশ্বরকে ধন্যবাদ, সকলে সুরক্ষিত আছেন। ভারতীয় বায়ুসেনাকে অসংখ্য ধন্যবাদ।”

জম্মু ও কাশ্মীরের মানুষের জন্য অনুরাগীদের প্রার্থনা করার অনুরোধও জানিয়েছেন আলি গনি। তিনি লিখেছেন, “বিনিদ্র রজনী কাটল। খুবই ভেঙে পড়েছি। আমার পরিবার জম্মু ও কাশ্মীরে রয়েছে। ওঁরা গত রাতের হামলা দেখেছেন। আমার গোটা পরিবার, পরিবারের বাচ্চারা সবাই এই ড্রোন হামলা দেখেছে। কিছু মানুষ বাড়িতে আরামে বসে যুদ্ধের জয়জয়কার করছেন। সমাজমাধ্যমে সেই সব লিখছেন। কিন্তু যাঁরা সীমান্তে রয়েছেন, তাঁদের জন্য এই পরিস্থিতি মোটেই সহজ নয়।”

Advertisement
আরও পড়ুন