Kangana Ranaut

ভারত-পাক পরিস্থিতি উত্তপ্ত! এর মধ্যেই হঠাৎ কেন আমেরিকা যাচ্ছেন কঙ্গনা রনৌত?

তিনি বর্তমানে মন্ডী কেন্দ্রের সাংসদ। ‘অপারেশন সিঁদুর’ নিয়েও প্রতিক্রিয়া দিয়েছিলেন সংবাদমাধ্যমকে। এই উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই কঙ্গনা যাচ্ছেন নিউ ইয়র্ক।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৯ মে ২০২৫ ১২:৪৩
Kangana Ranaut reportedly to take part in a Hollywood project for the first time

আমেরিকায় যাচ্ছেন কঙ্গনা! ছবি: সংগৃহীত।

ভারত ও পাকিস্তানের মধ্যে পরিস্থিতি উত্তপ্ত। সন্ত্রস্ত হয়ে রয়েছে সাধারণ মানুষ। এর মধ্যেই দেশ ছেড়ে আমেরিকায় পাড়ি দিতে চলেছেন কঙ্গনা রনৌত। অভিনয়ের পাশাপাশি গত বছর থেকে রাজনীতির ময়দানেও পা রেখেছেন অভিনেত্রী। তিনি বর্তমানে মন্ডী কেন্দ্রের সাংসদ। ‘অপারেশন সিঁদুর’ নিয়েও প্রতিক্রিয়া দিয়েছিলেন সংবাদমাধ্যমকে। এই উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই কঙ্গনা যাচ্ছেন হলিউডে।

Advertisement

বলিউডে তাঁর অভিনয় প্রশংসিত হয়েছে একাধিক বার। এ বার হলিউডে কাজ করতে চলেছেন তিনি। একটি ভৌতিক ছবির প্রধান চরিত্রে সুযোগ পেয়েছেন বলিউডের ‘কুইন’। ছবির নাম ‘বি দ্য ইভিল’। এই ছবিতে কঙ্গনা ছাড়াও রয়েছেন হলিউডের অভিনেতা টাইলার পোজ়ে, সিলভারস্টার স্ট্যালোনের কন্যা স্কারলেট রোজ় স্ট্যালোন।

খুব শীঘ্রই নিউ ইয়র্কে এই ছবির শুটিং শুরু হবে বলে জানা যাচ্ছে। সম্প্রতি বিদেশি ছবির উপরে ১০০ শতাংশ শুল্ক জারি করেছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাই এই ছবির শুটিং-এর জন্য নিউ ইয়র্ককেই বেছে নিয়েছেন ছবির নির্মাতারা। ছবির পরিচালনা করছেন অনুরাগ রুদ্র।

‘অপারেশন সিঁদুর’-এর পরে কঙ্গনা বলেছেন, “দেশ এখন যুদ্ধের মধ্যে। তাই আমরা সকলেই সন্ত্রস্ত হয়ে রয়েছি। কিন্তু দেশের প্রতিরক্ষাবাহিনী আমাদের রক্ষা করছে। তাই আমরাও ঈশ্বরের কাছে প্রার্থনা করছি, ওরাও যেন সুরক্ষিত থাকে। নিজেদের লক্ষ্যে যেন ওরা সফল হয়। আমাদের প্রার্থনা করা উচিত, সমস্ত রকমের আতঙ্কের থেকে আমাদের দেশ যেন সুরক্ষিত থাকে।”

Advertisement
আরও পড়ুন