Arijit Singh

ভারত-পাকিস্তানের মধ্যে বৃদ্ধি পাচ্ছে চাপানউতর! বড় সিদ্ধান্ত নিলেন অরিজিৎ সিংহ

পহেলগাঁও কাণ্ডের পরেও চুপ ছিলেন। কিন্তু বাতিল করেছিলেন অনুষ্ঠান। দেশের বর্তমান পরিস্থিতি দেখে আরও এক সিদ্ধান্ত নিলেন অরিজিৎ সিংহ।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৮ মে ২০২৫ ১৭:২৪
Singer Arijit Singh decided to postpone his show scheduled on 9 May in Abu Dhabi

বড় ঘোষণা করলেন অরিজিৎ সিংহ। ছবি: সংগৃহীত।

‘অপারেশন সিঁদুর’ নিয়ে বহু তারকা প্রতিক্রিয়া জানিয়েছেন। কিন্তু নীরব ছিলেন অরিজিৎ সিংহ। তাঁর প্রতিবাদের ভাষা ভিন্ন। কথা বলেই প্রতিবাদ করতে হবে, এমন মনে করেন না অরিজিৎ সিংহ। কলকাতার আরজি কর-কাণ্ডের সময়ে গান বেঁধেছিলেন তিনি। পহেলগাঁও কাণ্ডের পরেও চুপ ছিলেন। কিন্তু বাতিল করেছিলেন অনুষ্ঠান। দেশের বর্তমান পরিস্থিতি দেখে আরও এক অনুষ্ঠান বাতিল করলেন শিল্পী।

Advertisement

৯ মে আবু ধাবিতে অনুষ্ঠান করার কথা ছিল অরিজিতের। কিন্তু ভারত ও পাকিস্তানের মধ্যে চাপানউতর বৃদ্ধি পাওয়ায় সেই অনুষ্ঠান বাতিল করার সিদ্ধান্ত নিয়েছেন অরিজিৎ ও তাঁর সহকারী দল। অরিজিতের সমাজমাধ্যমে একটি বিবৃতি প্রকাশ করা হয়েছে। সেখানে বলা হয়েছে, “বর্তমান পরিস্থিতির জন্য কঠিন সিদ্ধান্ত নিতে হচ্ছে। আবু ধাবির অনুষ্ঠান ৯ মে হওয়ার কথা ছিল। সেই অনুষ্ঠান পিছিয়ে দেওয়ার কথা ভেবেছি আমরা। ধৈর্য রাখার জন্য ও পরিস্থিতি বোঝার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।”

এই অনুষ্ঠানটি পিছিয়ে আবার কবে আয়োজন করা হবে তা জানানো হবে শীঘ্রই। নতুন ভাবে আয়োজন করা অনুষ্ঠানের জন্যও আগে কেনা টিকিট প্রযোজ্য থাকবে। অথবা শ্রোতারা চাইলে টিকিট বাতিল করে টাকা ফেরত পেতে পারেন।

সব শেষে অরিজিতের পক্ষ থেকে লেখা হয়, “আপনাদের থেকে ক্রমাগত ভালবাসা ও সমর্থন পেয়ে আমরা সত্যিই কৃতজ্ঞ। আপনাদের সঙ্গে সুখস্মৃতি বোনার অপেক্ষায় আমরাও রয়েছি।”

উল্লেখ্য, গত ২৭ এপ্রিল চেন্নাই শহরে একটি অনুষ্ঠান করার কথা ছিল অরিজিতের। কিন্তু পহেলগাঁও কাণ্ডের কথা মাথায় সেই অনুষ্ঠানও বাতিল করেছিলেন তিনি।

Advertisement
আরও পড়ুন