Ankush Hazra

Ankush : দেব, জিৎদের পথ ধরে ‘হিরো’ অঙ্কুশও এ বার প্রযোজনা সংস্থার মালিক !

অভিনেতা অঙ্কুশ নাকি এ বার প্রযোজক। টলিপাড়ার ইতিউতি এখন একটাই গুঞ্জন।

Advertisement
নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ১৪ অগস্ট ২০২২ ১৯:০২
নতুন প্রযোজক অঙ্কুশ

নতুন প্রযোজক অঙ্কুশ

১৫ অগস্ট বড় ঘোষণা করতে চলেছেন অভিনেতা অঙ্কুশ হাজরা। শনিবার দুপুরে অভিনেতা নেটমাধ্যমে লেখেন ‘শুধু বড় নয়, বিশেষ খবর আসতে চলেছে। যা ভক্তদের ছাড়া সম্ভব হত না।’সবার মনেই এখন একটাই প্রশ্ন। তা হলে কি নতুন ছবি?

সূত্রের খবর, এ বার প্রযোজকের ভূমিকায় অভিনেতা। আসতে চলেছে অঙ্কুশের নতুন প্রোডাকশন। সংস্থার নাম ‘অঙ্কুশ হাজরা মোশন পিকচার্স’। প্রথম ছবির নামও নাকি ঠিক করে ফেলেছেন। ছবির নাম ‘মির্জা’। পরিচালক সুমিত-শাহিল।

Advertisement

শোনা যাচ্ছে, পুরোপুরি অ্যাকশন অবতারে নায়ককে দেখবে দর্শক। সব ঠিক থাকলে সেপ্টেম্বরেই হবে ছবির টিজারের শ্যুটিং। তবে এই প্রথম অঙ্কুশ নয়। নায়কদের প্রযোজক হয়ে ওঠার সাক্ষী অনেক বারই থেকেছে টলিউড।

এক দিকে জিৎ অন্য দিকে দেব দাপিয়ে তৈরি করে যাচ্ছেন একের পর এক ছবি। এ বার সেই তালিকায় যুক্ত হতে চলেছেন অঙ্কুশও। কিছু দিন আগে নিজেদের প্রযোজনা সংস্থার ঘোষণা করেছিলেন বনি-কৌশানিও। ১২ বছরের কেরিয়ারে পেয়েছেন বিপুল ভালবাসা। এ বার প্রযোজক অঙ্কুশকে দর্শক ঠিক কত নম্বর দেন, এখন তা-ই দেখার।

Advertisement
আরও পড়ুন