Tollywood

বন্ধু বদলাচ্ছেন বনি! আনন্দবাজার ডট কমে অভিনেতার নতুন বন্ধুর কথা প্রকাশ্যে

নতুন বাংলা ছবিতে বনি একদম অন্য ভূমিকায়। এক শিশুর সঙ্গে অসমবয়সী বন্ধুত্বের গল্প।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ২৪ এপ্রিল ২০২৫ ২৩:১৩
বনি সেনগুপ্তের সঙ্গে তৃষাণজিৎ চৌধুরীর বন্ধুত্ব।

বনি সেনগুপ্তের সঙ্গে তৃষাণজিৎ চৌধুরীর বন্ধুত্ব। ছবি: সংগৃহীত।

ছোটদের মন খুব পরিষ্কার। সেখানে পাপ, জটিলতা, মিথ্যাচারের জায়গা নেই। শিশুদের সঙ্গে সরল মনে মিশলে উজাড় করা ভালবাসা মেলে। বনি সেনগুপ্ত তাই কি বন্ধু বদলালেন? শোনা যাচ্ছে, অসমবয়সী বন্ধুত্বের খাতিরে নাকি শিশুটির বাবাকে খুঁজতে বেরোচ্ছেন তিনি!

Advertisement

সত্যি নাকি? টলিউড বলছে, পরিচালক প্রতীক সরকারের আগামী ছবি 'কেয়ার অফ জার্নি ' ছবিতে নায়কের ভূমিকায় দেখা যাবে তাঁকে। তাঁর বন্ধু রাজ চক্রবর্তীর 'সন্তান' ছবির শিশু শিল্পী তৃষাণজিৎ চৌধুরী। আজকের দিনে বন্ধুত্ব শব্দটি অভিধান থেকে যখন প্রায় মুছতে চলেছে তখনই এই বিশেষ অনুভূতিতে আস্থা ফেরাতে এমন একটি গল্প ক্যামেরাবন্দি করতে চলেছেন পরিচালক। আনন্দবাজার ডট কমকে এমনটাই জানিয়েছেন তিনি।

ছবির গল্প অনেকটা এ রকম, ছয়-সাত বছরের ছেলে পাটু। তিন কুলে কেউ নেই তার। বৃদ্ধ ঠাকুরমার সঙ্গে থাকে এক প্রত্যন্ত গ্রামে। মা তার কবেই মারা গিয়েছে। বাবা তাদের ছেড়ে চলে গিয়েছে শহরে। কিন্তু বাবাকে খোঁজার ইচ্ছে নিয়েই একদিন সে পথে নামে। গরমের ছুটিতে কাউকে না জানিয়ে একা পাড়ি দেয় শহরের উদ্দেশ্য। বাবাকে খোঁজার জন্য। কিন্তু শহরে তো সে কাউকে চেনে না! ইতি উতি ঘুরতে ঘুরতে হঠাৎ দেখা বামার সঙ্গে। যদিও বামা বয়সে অনেকটাই বড় পাটুর থেকে। কিন্তু তাদের মধ্যে বন্ধুত্ব হয়ে যায়। দু'জনে মিলে খুঁজতে শুরু করে। বামা আর পাটু কি লক্ষ্যে পৌঁছবে? এই নিয়েই ছবি।

ছবিতে বামার চরিত্রে বনি। থাকবে বেশ কয়েকটি গান। সিনেমাটোগ্রাফির দায়িত্ব নিচ্ছেন সুপ্রিয় দত্ত। শুটিং হবে কলকাতা ও তার আশপাশে। যদিও পরিচালক নায়িকার নাম এখনই প্রকাশ করতে নারাজ। ছবিটি মুক্তি পাবে "মহাদিগন্ত কমিউনিকেশন এন্ড নেটওয়ার্ক" এর ব্যানারে ময়ূখ দাসের প্রযোজনায়। ছবির শ্যুটিং এর তত্বাবধানে রয়েছেন স্বপন শীল।

এমন অসমবয়সী বন্ধু বনির আছে? জবাবে অভিনেতা বলেন, "বন্ধুত্বের কোনও বয়স হয় না। বামা আর পাটুর বন্ধুত্ব এই ছবির প্রাণ। পাটুর সঙ্গে বামার আত্মার সম্পর্ক তৈরি হবে। আশা, দর্শকদের ভালো লাগবে।" ছবির চিত্রনাট্য লিখছেন ঋষি ঘটক ও সৃঞ্জন বসু৷ শীঘ্রই ছবির কাজ শুরু হবে।

Advertisement
আরও পড়ুন