Celebrity Life

বাবা হচ্ছেন পরমব্রত, কবে সন্তান ভূমিষ্ঠ হবে? আনন্দবাজার অনলাইনকে জানালেন পিয়া

প্রেম দিবসে চিকিৎসকের কাছে গিয়েছিলেন দম্পতি। তার পরেই ঠিক করেন, এ বার অনুরাগীদের সঙ্গে ভাগ করে নেবেন খুশির খবর।

Advertisement
আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
শেষ আপডেট: ১৫ ফেব্রুয়ারি ২০২৫ ১১:৪১
পরমব্রত চট্টোপাধ্যায়-পিয়া চক্রবর্তীর কোলে সন্তান আসছে।

পরমব্রত চট্টোপাধ্যায়-পিয়া চক্রবর্তীর কোলে সন্তান আসছে। গ্রাফিক: আনন্দবাজার অনলাইন।

প্রেম দিবস পেরোতেই খুশির খবর ভাগ করে নিলেন পরমব্রত চট্টোপাধ্যায়-পিয়া চক্রবর্তী। শীঘ্রই মা-বাবা হচ্ছেন তাঁরা। আনন্দবাজার অনলাইনকে পিয়া জানিয়েছেন, পাঁচ মাসের অন্তঃসত্ত্বা তিনি। চিকিৎসক জানিয়েছেন, সব ঠিক থাকলে জুন মাসে তারকা দম্পতির সন্তান পৃথিবীর আলো দেখবে।

Advertisement

বেশ কিছু দিন ধরেই পিয়াকে নিয়ে এ রকমই গুঞ্জন শোনা যাচ্ছিল... কথা তুলতেই হেসে ফেলেছেন সমাজকর্মী-গায়িকা। বলেছেন, “আমার কানেও এসেছে। শুক্রবার প্রতি দিনের মতোই নানা কাজে ব্যস্ত ছিলাম আমরা। তার পর চিকিৎসকের কাছে যাই। নিয়মিত পরামর্শ নেওয়ার মধ্যে দিয়ে যাচ্ছি। বাড়ি ফিরে ঠিক করি, এ বার জানানোর সময় এসেছে।” সেইমতো শনিবার সমাজমাধ্যমে ভাগ করে নেন খুশির খবর।

সন্তান আসার খবর ভাগ করে নিলেন পরমব্রত-পিয়া।

সন্তান আসার খবর ভাগ করে নিলেন পরমব্রত-পিয়া। ছবি: সংগৃহীত।

পরমব্রত অবশ্য বিষয়টি নিয়ে মুখ খোলেননি। সম্প্রতি মুক্তি পেয়েছে তাঁর পরিচালিত-অভিনীত ছবি ‘এই রাত তোমার আমার’। ছবির প্রচারের পাশাপাশি সমান তালে আগলাচ্ছেন হবু মা-কে, জানিয়েছেন পিয়া। অর্থাৎ, প্রযোজক-পরিচালক-অভিনেতা এখন ঘোরতর সংসারী? প্রশ্ন রাখতেই পিয়ার জবাব, “পরম বরাবর খুবই সংসারী। হয়তো ওকে দেখে সেটা বোঝা যেত না। আমি কিন্তু ওকে ও ভাবেই পেয়েছি।” এখনই কাজের ব্যস্ততা থেকে নিজেকে গুটিয়ে নিচ্ছেন না তিনি। পাশাপাশি, নিজেকে প্রস্তুত করেছেন। পরিচালক স্বামীর পাশাপাশি দেখভাল করছেন পিয়ার মা-ও।

Advertisement
আরও পড়ুন