Ileana's Second Baby

ফের মা হলেন ইলিয়ানা, প্রকাশ্যে আনলেন সন্তানের মুখ, ছেলে না মেয়ের মা হলেন তিনি?

আরও একবার খুশির খবর অভিনেত্রীর পরিবারে। দ্বিতীয় বার মা হলেন তিনি। সমাজমাধ্যমে ভাগ করে নিয়েছেন সন্তানের মুখ।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৮ জুন ২০২৫ ১১:৫৬
ফের মা হলেন ইলিয়ানা ডি’ক্রুজ়।

ফের মা হলেন ইলিয়ানা ডি’ক্রুজ়। ছবি: ফেসবুক।

ফের খুশির খবর ইলিয়ানা ডি’ক্রুজ়-মাইকেল ডোলানের জীবনে। আরও একবার সন্তান এল তাঁদের কোলে। দ্বিতীয় বার মা হলেন অভিনেত্রী। খবর, এ বারেও পুত্র সন্তানের জন্ম দিয়েছেন তিনি। ১৯ জুন ছেলে এসেছে তাদের কোলে। এক সপ্তাহ পরে ইলিয়ানা ছেলেকে পরিচয় করিয়ে দিলেন সকলের সঙ্গে। শনিবার তিনি সদ্যোজাতের একটি ছবি সমাজমাধ্যমে ভাগ করে নিয়েছেন। লিখেছেন, “কিয়েনু রেফ ডোনালের সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছি।” সন্তানকে পেয়ে তিনি এবং মাইকেল খুব খুশি, সে কথা জানাতেও ভোলেননি।

Advertisement

পোস্টের মাধ্যমে শুধুই সন্তানকে নয়, তার নামও প্রকাশ্যে আনেন ইলিয়ানা। মাথায় টুপি, সারা গায়ে তোয়ালে জড়ানো সদ্যোজাত পাশ ফিরে শুয়ে। ঘুমে আধবোজা চোখ। একরত্তির মিষ্টি ছবি ইতিমধ্যেই ভাইরাল। অনুরাগীরা শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন ইলিয়ানা এবং তাঁর সদ্যোজাতকে। তালিকায় সস্ত্রীক প্রিয়ঙ্কা চোপড়া, অভিনেতা আরশাদ ওয়ারসি এবং তাঁর স্ত্রী মারিয়া গোরেত্তি, আথিয়া শেট্টি রয়েছে। প্রসঙ্গত, ২০২৩ সালে প্রথম মা হন ইলিয়ানা। সে বারও এক পুত্রের জন্ম দিয়েছিলেন তিনি।

প্রকাশ্যে ইলিয়ানার দ্বিতীয় সন্তান কিয়েনু রেফ ডোনাল।

প্রকাশ্যে ইলিয়ানার দ্বিতীয় সন্তান কিয়েনু রেফ ডোনাল। ছবি: ইনস্টাগ্রাম।

Advertisement
আরও পড়ুন