Shah Rukh Khan on Aryan Khan

‘ভবিষ্যতে ও-ই আমার শেষ ভরসা’, সুহানা-আব্রাম নয়! আরিয়ানকে নিয়ে কোন স্বপ্ন দেখেন শাহরুখ?

শাহরুখ-পুত্র আরিয়ানকে নিয়ে বহুদিন ধরে জল্পনা ছিল অনুরাগীদের। ক্যামেরার সামনে নয়, পিছনে থাকার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২০ অগস্ট ২০২৫ ১৩:৫৬
আরিয়ানকে নিয়ে কোন স্বপ্ন দেখেন শাহরুখ?

আরিয়ানকে নিয়ে কোন স্বপ্ন দেখেন শাহরুখ? ছবি: সংগৃহীত।

ভবিষ্যতে আরিয়ান খানই একমাত্র ভরসা! হাতে যখন আর কোনও কাজ থাকবে না, তখন এই পুত্রই বাঁচাবে। এক সাক্ষাৎকারে নিজেই জানিয়েছিলেন শাহরুখ খান।

Advertisement

শাহরুখ-পুত্র আরিয়ানকে নিয়ে বহুদিন ধরে জল্পনা ছিল অনুরাগীদের। ক্যামেরার সামনে নয়, পিছনে থাকার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। আরিয়ানের প্রথম কাজের ঝলক ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। সেই ঝলকে দেখা গিয়েছে পরিচালক আরিয়ানকেও। তার পর থেকেই বাবার সঙ্গে তাঁর তুলনা নিয়ে চর্চা হচ্ছে। অনেকেরই দাবি, আরিয়ান যেন অবিকল শাহরুখ! বলিউডের বাদশাও মনে করেন, তিনি যখন আর কোনও ছবিতে সুযোগ পাবেন না, তখন পুত্রই তাঁর শেষরক্ষা।

পুত্রকে বড় পরিচালক হিসেবে দেখতে চান শাহরুখ। তাই এক সময়ে বলি তারকা নিজেই বলেছিলেন, “আমার পুত্র অভিনয় করতে চায় না। ও ছবি তৈরি করতে চায়। ও লেখালিখিও করে। বলা ভাল, ও বেশ ভালই লেখে। তাই আগামী দিনে চিত্রপরিচালক বা লেখক হওয়াই ওর লক্ষ্য।”

পুত্রের উপর অগাধ ভরসা শাহরুখের। ইতিমধ্যেই প্রায় ৬০ ছুঁই ছুঁই বাদশা। তাঁর অনুমান, একটা সময়ে আর তাঁর কাছে ছবিতে অভিনয় করার সুযোগ আসবে না। সেই সময়ে আরিয়ানের পরিচালিত ছবিতেই তিনি অভিনয় করবেন। নিজেই তিনি বলেছিলেন, “ও (আরিয়ান) হল আমার ভবিষ্যতের ব্যবস্থা। যখন বড় পরিচালকেরা আর আমার সঙ্গে কাজ করতে চাইবেন না, তখন আমি নিজেই আমার পরিচালককে নিয়ে চলে আসব।”

গত সপ্তাহেই মুক্তি পেয়েছে আরিয়ানের পরিচালিত প্রথম ওয়েব সিরিজ়ের ঝলক। অন্য দিকে, শাহরুখ-কন্যা সুহানা খান অবশ্য মন দিয়েছেন অভিনয়ে। ওটিটি ছবি ‘আর্চিজ়’-এ প্রথম তাঁর অভিনয় দেখা গিয়েছে। অভিনয়ের জন্য সমালোচিত হয়েছিলেন সুহানা।

Advertisement
আরও পড়ুন