Celebrity Gossip

পরনে ঝলমলে বিকিনি! প্রাক্তন প্রেমিকার পোশাকে নিজেকে সাজালেন টাইগার! কেন এ রকম করলেন?

দিশা পটানির সঙ্গে সম্পর্কে নেই তিনি। এমনটাই দাবি করেন নায়ক। অনুরাগীদের কটাক্ষ, নায়িকার পোশাকে নিজেকে সাজাতে বাধে না তাঁর!

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২০ মে ২০২৫ ১২:৫৮
প্রেমিকার পোশাকে টাইগার শ্রফ?

প্রেমিকার পোশাকে টাইগার শ্রফ? ছবি: সংগৃহীত।

প্রেমে নেই তো কী? প্রাক্তনের পোশাকে নাকি আপত্তি নেই টাইগার শ্রফের। আর তাই তাঁকে নাকি দিশা পটানির পোশাক পরে অনুষ্ঠান মঞ্চে নাচতে দেখা গিয়েছে। এমনই গুঞ্জন ছড়িয়েছে বলিউডে। সত্যি এ রকমই কিছু কাণ্ড ঘটিয়েছেন নাকি নায়ক? সমাজমাধ্যমে ছড়িয়ে পড়া নায়কের ছবি দেখে সত্যিই মনে হচ্ছে তিনি, ঝলমলে বিকিনি পরে নাচছেন!

Advertisement

সাম্প্রতিক একটি পুরস্কার মঞ্চের অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন টাইগার। ছিপছিপে শরীরে কসরৎ দেখানোর পাশাপাশি নাচের বিশেষ কিছু মুদ্রাও ফুটিয়ে তুলেছিলেন। খবর, এই অনুষ্ঠানেই তিনি জিন্সের সঙ্গে বেছে নিয়েছিলেন সিক্যুইনের ঝলমলে টপ। দেখতে ঠিক বিকিনির মতো। এই ধরনের টপ নায়িকারাও পরেন। এই পোশাক দেখে কেউ মন্তব্য বিভাগে লিখেছেন, “দিশার পোশাক পরে কেন নাচছেন আপনি?” কেউ জানিয়েছেন, নায়ক যদি তাঁর নাচের মতোই পোশাক বাছতেন তা হলে পুরো ব্যাপারটা আরও জমে যেত। কারও দাবি, এর চেয়ে খালি গায়েই নাচতে পারতেন নায়ক! দেখতে ভাল লাগত।

এ ভাবেই একদিকে নাচের প্রশংসা। অন্য দিকে, পোশাক নিয়ে চর্চা। দুইয়ে মিলে ফের খবরে জ্যাকি শ্রফ-পুত্র।

দেখেশুনে নিন্দকেরাও চুপ করে বসে নেই। তাদের ব্যঙ্গ, “ঝুলিতে অনেক দিন কোনও হিট ছবি নেই। ফলে, খবরেও নেই তিনি। টাইগারের পোশাক অবশেষে সেই খরা কাটাল!”

Advertisement
আরও পড়ুন