Parineeta Bengali serial

টানা পাঁচ সপ্তাহ টিআরপির শীর্ষে ‘পরিণীতা’, সাফল্যের নেপথ্য রহস্য ফাঁস করলেন পর্দার রায়ান

পাঁচ সপ্তাহ ধরে টিআরপি তালিকার শীর্ষে ‘পরিণীতা’। বৃহস্পতিবার নতুন সপ্তাহেও কি নিজের জায়গা ধরে রাখতে পারবে ধারাবাহিকটি? উত্তর দিলেন মুখ্য চরিত্রাভিনেতা উদয় প্রতাপ সিংহ।

Advertisement
আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
শেষ আপডেট: ১৯ ফেব্রুয়ারি ২০২৫ ১৭:৫৫
image of Uday Pratap Singh

‘পরিণীতা’ ধারাবাহিকের একটি দৃশ্যে অভিনেতা উদয় প্রতাপ সিংহ। ছবি: সংগৃহীত।

ধারাবাহিকের যাত্রা শুরু হয়েছে কয়েক মাস আগে। কিন্তু তার মধ্যেই জনপ্রিয়তার নিরিখে নতুন নজির গড়েছে জ়ি বাংলার ধারাবাহিক ‘পরিণীতা’। টানা পাঁচ সপ্তাহ টিআরপি তালিকায় শীর্ষস্থান ধরে রেখেছে ধারাবাহিকটি। সাফল্য নিয়ে কী ভাবছেন রায়ান-পারুল জুটির চরিত্রাভিনেতারা?

Advertisement

ধারাবাহিকে রায়ানের চরিত্রে অভিনয় করছেন উদয় প্রতাপ সিংহ। অল্প সময়ের মধ্যেই ধারাবাহিকের সাফল্যে তিনি উচ্ছ্বসিত। জানালেন, শুরুতেই এই সাফল্য তিনি আশা করেননি। তবে সাফল্যের নেপথ্যে ‘টিম ওয়ার্ক’-কেই গুরুত্ব দিতে আগ্রহী অভিনেতা। ইন্দ্রপুরী স্টুডিয়োয় শুটিংয়ের ফাঁকে উদয় বললেন, ‘‘কোনও কাজের খারাপ ফলাফল হলে তখন কারণ অন্বেষণ করা সহজ। কিন্তু সেটা ভাল হলে তার কারণ বিশ্লেষণ করা কঠিন হয়ে দাঁড়ায়।’’ তবে, উদয়ের মতে, তাঁদের গল্পে গ্রাম, কলেজ এবং বসু পরিবার— তিনটি আঙ্গিক বৃহত্তর দর্শককে আকর্ষণ করে। উদয় বললেন, ‘‘রাতে বাড়ি ফিরে দর্শক সাধারণত একটু হালকা চালে কোনও আধুনিক গল্প দেখতে পছন্দ করেন। আমাদের ধারাবাহিক সেই চাহিদা পূরণ করে।’’

Actor Uday Pratap Singh shares his thought after Bengali serial Parineeta tops TRP list for consecutive five weeks

‘পরিণীতা’ ধারাবাহিকের একটি দৃশ্যে ঈশানী চট্টোপাধ্যায় এবং উদয় প্রতাপ সিংহ। ছবি: সংগৃহীত।

ধারাবাহিকে রায়ানের বিপরীতে দর্শক পারুলকে দেখছেন। উদয় মনে করেন তাঁর মতো এই গল্পটায় সমান অধিকার রয়েছে পারুলেরও। তাই চরিত্রাভিনেত্রী ঈশানী চট্টোপাধ্যায়ের প্রশংসা করতেও ভুললেন না উদয়। বললেন, ‘‘ওর প্রথম কাজ। কিন্তু খুবই পরিশ্রম করছে।’’ পাশাপাশি ধারাবাহিকের সাফল্যের নেপথ্যে আলাদা করে পরিচালক কৃষ্ণেন্দু বসুর নাম উল্লেখ করেন উদয়। বললেন, ‘‘পরিচালকের বয়স কম। তাই অনেক নতুন ধরনের ভাবনা ও বাস্তবায়িত করে। সেটাও আমাদের এগিয়ে যেতে সাহায্য করছে।’’

এর আগে ‘মিঠাই’ এবং ‘নিম ফুলের মধু’র মতো ধারাবাহিকে দর্শক উদয়কে দেখেছেন। কিন্তু ‘পরিণীতা’র মাধ্যমে প্রায় সাত বছর পর আবার মুখ্য চরিত্রে অভিনয় করছেন তিনি। সেখানে এই সাফল্য তাঁর মনোবল আরও বাড়িয়ে দিয়েছে। বললেন, ‘‘দায়িত্ব বেড়েছে, সেটা বুঝতে পারি। প্রতি দিন শুটিংয়ে যেতেও ভাল লাগছে। এই অনুভূতিটা যত দিন থাকবে, তত দিন আরও ভাল করার তাগিদটা মনের মধ্যে রয়ে যাবে।’’

পাঁচ সপ্তাহের নজির কি আগামী বৃহস্পতিবারও অটুট থাকবে? উদয় হেসে বললেন, ‘‘আজ ভাল কাল খারাপ— টিআরপি জিনিসটাই এ রকম। তাই খুব বেশি ভাবছি না। আপাতত মন দিয়ে সকলে মিলে কাজটা করতে করে যেতে চাই।’’ প্রেম দিবসের পর এই মুহূর্তে ধারাবাহিকে ফের রায়ান-পারুলের মতানৈক্য গল্পের কেন্দ্রে চলে এসেছে। আগামী দিনে দর্শকের জন্য আরও চমক অপেক্ষা করছে বলেই জানিয়ে দিলেন উদয়।

Advertisement
আরও পড়ুন