Tui Amar Hero

শাক্যজিৎ-আরশির জীবনে এ বার বৃষ্টির আগমন! ‘তুই আমার হিরো’ ধারাবাহিকে নতুন নায়িকার ‘এন্ট্রি’?

এত দিন ধরে বিবাহ পর্বই চলছে ‘তুই আমার হিরো’ ধারাবাহিকে। দর্শক দেখছেন নায়ক-নায়িকা একেবারে আদায় কাঁচকলায়। এর মাঝেই নতুন নায়িকার আবির্ভাব।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ০৩ মে ২০২৫ ১৫:৩০
শাক্যজিৎ-আরশির জীবনের নতুন মোড়!

শাক্যজিৎ-আরশির জীবনের নতুন মোড়! ছবি: সংগৃহীত।

দুই নায়িকা নিয়ে এমনিই হিমশিম অবস্থা নায়কের। এরই মধ্যে প্রাক্তন প্রেমিকা যদি এসে হাজির হয়, তা হলে কী হবে?

Advertisement

আরশিকে বিয়ে করার পর থেকে নাকানিচোবানি খেতে হচ্ছে শাক্যজিৎকে। প্রেমিকা মধুবন্তীর পরিকল্পনা অনুযায়ী সামান্য এক কর্মচারীকে ৬ মাসের চুক্তিতে বিয়ে তো করে ফেলেছে সে, এরই মাঝে প্রাক্তন প্রেমিকা বৃষ্টির আগমন। আপাতত এই দিকেই গল্প এগিয়েছে ‘তুই আমার হিরো’ ধারাবাহিকে। এই গল্পে মুখ্য চরিত্রে দর্শক দেখছেন অভিনেতা রুবেল দাসকে। নায়িকা মোহনা মাইতি।

এই গল্পেই এ বার নতুন চরিত্রে দেখা যাবে অভিনেত্রী অস্মিতা চক্রবর্তীকে। এই মুহূর্তে তাঁকে দর্শক দেখছেন ‘কোন গোপনে মন ভেসেছে’ ধারাবাহিকে। তবে এই কাহিনিতে খুব অল্প সময়ের জন্যই দেখা যাবে তাঁকে। অস্মিতা বললেন, “একটি ‘ক্যামিয়ো’ চরিত্রে দেখা যাবে। শাক্যজিতের প্রাক্তন প্রেমিকা। দু’দিনের শুটিং ছিল। গল্পে বৃষ্টির আর প্রয়োজন হবে কি না সেটা অবশ্য এখনই বলা যাচ্ছে না।” উল্লেখ্য, ধারাবাহিকের গল্পে আপাতত বিয়েবাড়ির মরসুম।

ইতিমধ্যেই দর্শক দেখেছেন যাতে সত্যি বিয়ে না হয়ে যায়, আবির দিয়েই সিঁদুরদানের পরিকল্পনা করেছিল আরশি। বিয়ের দিন থেকেই একটা না একটা ঘটনা লেগে আছে। এ বার বৌভাতের রাতে আরও এক অস্বস্তিকর পরিস্থিতির সম্মুখীন শাক্যজিৎ এবং আরশি। ধারাবাহিকে একে তো পরস্পরকে সহ্য করতে পারে না তারা। এ বার বৌভাতের আসরে অতিথিদের সামনে আরশিকে চুমু খাওয়ার প্রস্তাব দেয় নায়কের ভাই। শাক্য আর আরশিরও এই প্রস্তাব পছন্দ হয়নি। এই খুনসুটি আর ঝগড়া পরতে পরতে উপভোগ করছেন দর্শক। ঝগড়া থেকেই তো প্রেম আসে! তাই দর্শকের একাংশের ধারণা, বিয়ের পর একসঙ্গে থাকতে থাকতেই পরস্পরের প্রতি দুর্বল হয়ে পড়বে তারা।

Advertisement
আরও পড়ুন