Debolina Dutta

নষ্ট হয়েছে বন্ধুত্ব, একা স্বামীর জন্মদিন পালন আর নয়, তথাগতকে শুধুই শুভেচ্ছা দেবলীনার

১৫ মে পরিচালক তথা অভিনেতা তথাগত মুখোপাধ্যায়ের জন্মদিন। এই বিশেষ দিনটা ঘিরে এক সময় অনেক কিছু পরিকল্পনা করতেন দেবলীনা দত্ত।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৫ মে ২০২৫ ১৮:০০
Actress Debolina Dutta shares her thought on Tathagata Mukherjee’s birthday

তথাগতের জন্মদিনে কী প্রার্থনা দেবলীনার? ছবি: সংগৃহীত।

তিন বছর হল তাঁদের ছাদ আলাদা হয়েছে। বন্ধুত্ব না থাকলেও এখনও পরস্পরের শুভাকাঙ্খী বলেই মনে করেন। তথাগত মুখোপাধ্যায় এবং দেবলীনা দত্ত। সাত বছর সংসারের পর আলাদা হওয়ার সিদ্ধান্ত নেন তাঁরা। গত তিন বছরে দু’জনের জীবনেই অনেক পরিবর্তন এসেছে। এপ্রিলের ২২ তারিখ দেবলীনার জন্মদিন। আর ১৫ মে তথাগতের জন্মদিন। দু’জনের জন্মদিন যৌথ ভাবে পালন করতে প্রতি বছরই কোথাও না কোথাও ঘুরতে যেতেন তাঁরা। তা সেটা দেশের বাইরে হোক কিংবা দেশের মধ্যে কোথাও। বৃহস্পতিবার তথাগতের চল্লিশ বছরের জন্মদিন। বিশেষ দিন উদ্‌যাপন করতে অসমে ঘুরতে গিয়েছেন পরিচালক তথা অভিনেতা। এই বিশেষ দিনে বন্ধু তথাগতের জন্য কী বললেন দেবলীনা?

Advertisement

তথাগতের জন্য সব সময়ই শুভকামনা রয়েছে তাঁর। কিন্তু পরিচালককে আর বন্ধু বলতে রাজি নন অভিনেত্রী। দেবলীনা বললেন, “না, আমরা বন্ধু নই। তথাগত আর আমার বন্ধুত্ব আছে, সেটা বলা যায় না। আমরা আগে বন্ধু ছিলাম। আমাদের যে দুই পোষ্য আছে তাদের জন্য যোগাযোগ থেকে গিয়েছে। আমরা যেহেতু একই পেশার সঙ্গে যুক্ত সেই কারণে আর রাতবিরেতে অসহায় সারমেয়দের উদ্ধার করার জন্য আমরা একসঙ্গে হই। এটাকে কখনও বন্ধুত্ব বলা যায় না। তবে অবশ্যই পরস্পরকে আমরা সম্মান করি।” বন্ধুত্ব না থাকলেও প্রতি বছরের মতো এ বছরও পরিচালককে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন অভিনেত্রী। দেবলীনা বললেন, “তথাগতের সঙ্গে বিয়ের আগে পর্যন্ত আমি নিজের জন্মদিন কখনও উদ্‌যাপন করতাম না। ওর উদ্যোগেই প্রথম উদ্‌যাপন করা শুরু হয়। যেহেতু আমাদের জন্মদিন কাছাকাছি, তাই জন্মদিনের তারিখে না হলেও ওই সময়টা আমরা কোথাও না কোথাও ঘুরতে যেতাম।”

বিবাহবিচ্ছেদের পর একা একাও তথাগতের জন্মদিন পালন করেছেন দেবলীনা। অভিনেত্রী বলেন, “তখনও ওই রেশ কাটিয়ে উঠতে পারিনি। শান্তিনিকেতনে একা কেক কেটে পালন করেছিলাম তথাগতের জন্মদিন। তার পর সমাজমাধ্যমের পাতায় দেখতে পেলাম ও ১৫ মে শঙ্করপুরে গিয়েছে নিজের বিশেষ দিনটা উদ্‌যাপন করতে।” সবই এখন অতীত। এখন আরও বেশি ঘুরতে যান দেবলীনা। তথাগতের সঙ্গে যখন ঘুরতে যেতেন তখন যতটা না উপভোগ করতেন এখন ‘সোলো ট্রিপ’ তার চেয়েও বেশি উপভোগ করেন। আর কিছু দিন পরেই মুক্তি পাবে তথাগত পরিচালিত নতুন ছবি ‘রাস’। পরিচালকের জন্মদিনে দেবলীনার একটাই প্রার্থনা তাঁর আগামী ছবি ‘রাস’ যেন বক্স অফিসের সব রেকর্ড ভেঙে দেয়।

Advertisement
আরও পড়ুন