Khushboo Patani on Aniruddhacharya

‘ওরা চার-পাঁচজনের শয্যাসঙ্গিনী’, বিয়ের আগে একত্রবাস নিয়ে মন্তব্য! অনিরুদ্ধাচার্যকে তুলোধোনা দিশার দিদির

বিয়ের আগে একত্রবাস নিয়েই চলছিল আলোচনা। সেই প্রসঙ্গে অনিরুদ্ধাচার্য বলেন, আজকালকার পুরুষেরা ২৫ বছরের আশপাশের মহিলাদের সঙ্গী হিসাবে খুঁজে বার করেন।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৯ জুলাই ২০২৫ ১৯:৪১
অনিরুদ্ধচার্যকে তুলোধনা দিশার দিদি খুশবুর।

অনিরুদ্ধচার্যকে তুলোধনা দিশার দিদি খুশবুর। ছবি: সংগৃহীত।

সমাজমাধ্যমের অতি পরিচিত মুখ অনিরুদ্ধাচার্য। নেটপাড়া এই আধ্যাত্মিক গুরুকে ‘পুকি বাবা’ বলেও ডাকে। এই অনিরুদ্ধাচার্যের উপরে এ বার ক্ষোভ উগরে দিলেন দিশা পটানির দিদি খুশবু পটানি। খুশবু পেশায় প্রাক্তন সেনা আধিকারিক। সমাজমাধ্যমে তিনিও পরিচিত। সম্প্রতি এক জায়গায় অনিরুদ্ধাচার্য কিছু মন্তব্য করেন বিয়ের আগে একত্রবাসে থাকা মহিলাদের নিয়ে। সেই মন্তব্য ঘিরেই বিতর্তের সূত্রপাত। এমনকি, কটু ভাষাতেও আধ্যাত্মিক গুরুকে বিঁধেছেন খুশবু।

Advertisement

একটি ধর্মীয় সভায় বর্তমান যুগের সম্পর্ক নিয়ে কথা বলছিলেন অনিরুদ্ধাচার্য। বিয়ের আগে একত্রবাস নিয়েই চলছিল আলোচনা। সেই প্রসঙ্গে অনিরুদ্ধাচার্য বলেন, আজকালকার পুরুষেরা ২৫ বছরের আশপাশের মহিলাদের সঙ্গী হিসাবে খুঁজে বার করেন। কিন্তু এই মহিলারা তত দিনে চার-পাঁচ জনের শয্যাসঙ্গিনী হওয়ার অভিজ্ঞতা অর্জন করে ফেলেন।

ধর্মগুরুর এই মন্তব্যে রেগে আগুন হয়ে যান খুশবু। তাঁকে ‘নারীবিদ্বেষী’ বলেও আক্রমণ করেন। এমনকি, অনিরুদ্ধাচার্যকে ‘দেশদ্রোহী’ ও ‘নপুংসক’ বলেও কটাক্ষ করেছেন দিশার দিদি। রেগে গিয়ে খুশবু বলেছেন, “এই লোকটা আমার সামনে থাকলে, আমি ওকে ভাল করে বুঝিয়ে দিতাম। এরা দেশদ্রোহী। এদের সমর্থন করা উচিত নয়। সমাজের যত নপুংসকেরা এই লোকটাকে অনুসরণ করে।”

এই ভিডিয়োর পরেই খুশবুর সমর্থনে মুখ খুলেছেন নেটাগরিকেরা। অন্য দিকে, রোষানলে পড়েছেন ‘পুকি বাবা’। তাঁকে অনেকেই ‘নারীবিদ্বেষী’ বলে বিঁধছেন।

কয়েক মাস আগেও শিরোনামে উঠে এসেছিলেন খুশবু। বরেলীতে তাঁর বাড়ির কাছেই এক পরিত্যক্ত শিশুকন্যাকে উদ্ধার করেছিলেন খুশবু। সেই মুহূর্তের ভিডিয়ো সমাজমাধ্যমে ভাইরাল হয়েছিল। খুশবু নিজেই সেই ভিডিয়ো সমাজমাধ্যমে ভাগ করে নিয়েছিলেন।

Advertisement
আরও পড়ুন