Divyani Mondal

‘ফুলকি’ শেষ হতে না হতেই দিব্যাণীর ঝুলিতে একের পর এক কাজ, এ বার কোন চরিত্রের জন্য প্রস্তুতি শুরু করলেন?

দিব্যাণীর বেড়ে ওঠা কলকাতার বাইরে। তার পর পড়াশোনার সূত্রে কলকাতায় আসা। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতে করতেই ধারাবাহিকে কাজ শুরু করেন।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ১২ জানুয়ারি ২০২৬ ১৬:৪২
Actress Divyani Mondal  shares her excitement as she is going to start her first web series

এ বার কোন চরিত্রে দেখা যাবে অভিনেত্রী দিব্যাণী মণ্ডলকে? ছবি: সংগৃহীত।

ধারাবাহিক থেকে সোজা সৃজিত মুখোপাধ্যায়ের সেটে অভিনেত্রী দিব্যাণী মণ্ডল। শুটিং শুরু হতে না হতেই প্রকাশ্যে অভিনেত্রীর নতুন কাজের খবর। প্রথম বার ওয়েব সিরিজ়ে কাজ করছেন দিব্যাণী। শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের নাতনির চরিত্রে দেখা যাবে তাঁকে। অভিজ্ঞতা ভাগ করে নিলেন তিনি।

Advertisement

দিব্যাণীর বেড়ে ওঠা কলকাতার বাইরে। তার পর পড়াশোনার সূত্রে কলকাতায় আসা। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতে করতেই ধারাবাহিকে কাজ শুরু করেন। পরিবারের কেউ কখনও এই ইন্ডাস্ট্রির সঙ্গে সে ভাবে যুক্ত ছিলেন না। অভিনেত্রী বললেন, “সত্যিই এ ক্ষেত্রে আমি ভাগ্যবতী। একের পর এক কাজের সুযোগ আসছে আমার কাছে। তার থেকেও বড় কথা, প্রতিটা চরিত্র একটার থেকে অন্যটা একে বারে আলাদা। শ্রাবন্তীদি আমার ঠাকুমা হয়েছে এখানে। মিষ্টি ঠাকুমা পেয়ে আমি খুবই খুশি।”

শ্রাবন্তীর সঙ্গে প্রথম সাক্ষাতের মুহূর্তও মনে রাখবেন দিব্যাণী। তিনি বলেন, “এত মিষ্টি, সুন্দরী আমার ঠাকুমা। প্রথম বার একটা পুরস্কার বিতরণী অনুষ্ঠানে দেখা হয়েছিল। তার পর এখানে লুক সেটে আলাপ হল। প্রথম আলাপচারিতা সারাজীবন মনে থাকবে আমার। ভাল করে কাজগুলো করতে চাই আমি। যে ভাবে সুযোগ পাচ্ছি, তার সঠিক ব্যবহার করতে চাই।”

এই মুহূর্তে ‘এম্পারর ভার্সেস শরৎচন্দ্র’ ছবির শুটিং নিয়ে ব্যস্ত দিব্যাণী। এই শুটিং শেষ হলেই যোগ দেবেন ওয়েব সিরিজ়ের শুটিংয়ে। নতুন কাহিনি পরিচালনার দায়িত্বে রয়েছেন অয়ন চক্রবর্তী।

Advertisement
আরও পড়ুন