ছোটপর্দায় কাজের কোন অভিজ্ঞতা ভাগ করে নিলেন ইন্দ্রাণী? ছবি: সংগৃহীত।
প্রায় আড়াই বছর পরে ছোটপর্দায় ফিরেছেন অভিনেত্রী ইন্দ্রাণী দত্ত। একদিকে কিছু অভিনেত্রী ফিরছেন ছোটপর্দায়, আবার অনেক অভিনেত্রী ধারাবাহিকে একটানা অভিনয়ের পরে আর ছোটপর্দায় কাজ করতে ইচ্ছুক নন। যেমন, কিছু দিন আগে দেবযানী চট্টোপাধ্যায় জানিয়েছিলেন, আর ধারাবাহিক থেকে পাওয়ার কিছু নেই তাঁর। এত বছরের অভিনয়জীবনে ইন্দ্রাণী কেন আবার রাজি হলেন ধারাবাহিকে কাজ করতে?
ইন্দ্রাণীর সরল স্বীকারোক্তি, তিনি অনেক কিছু ভেবে যে ছোটপর্দায় কাজ শুরু করেছেন, তেমন নয়। এই ধরনের কাহিনি যেখানে নাটকীয়তা রয়েছে, তা ভাল লাগে তাঁর। ইন্দ্রাণী বলেন, “আমি যখন বড়পর্দায় অভিনয় করতাম তখন কিন্তু ধারাবাহিকে অভিনয় করিনি। সে সময়েও অনেক টেলিফিল্ম তৈরি হত। সেই পরিচালকেরাই অনেকে আমায় ধারাবাহিকে অভিনয় করার জন্য বলেছিলেন। কিন্তু সে সময়ে আমি কিছু করিনি।”
ইন্দ্রাণী স্পষ্ট করেছেন, ছোটপর্দার প্রতি তাঁর কোনও বিতৃষ্ণা জন্মায়নি এখনও। তবে এটা তিনি মানেন, ছোটপর্দায় কাজ করলে লম্বা ছুটি পাওয়া মুশকিল। এর আগেও স্নেহাশিস চক্রবর্তীর প্রযোজনা সংস্থায় কাজ করেছেন অভিনেত্রী। ফলে আগে থেকে চেনাজানা রয়েছে। অভিনেত্রী যোগ করেন, “ব্লু’জ় সংস্থার সঙ্গে আগেও কাজ করেছি। স্নেহাশিস চক্রবর্তী খুবই ভাল মানুষ। উনিও শিল্পীদের সুবিধা-অসুবিধা বোঝেন।”
এই মুহূর্তে ইন্দ্রাণীও যেমন ব্যস্ত ধারাবাহিকের শুটিং নিয়ে, তেমনই তাঁর মেয়ে রাজনন্দিনী পালও ব্যস্ত শুটিং নিয়ে। মা-মেয়ের এখন একসঙ্গে দেখা হওয়ার সময়ও কমেছে। একমাত্র সেটা নিয়েই চিন্তিত অভিনেত্রী।