Jacqueline Fernandez

রেস্তরাঁয় অজ্ঞাতপরিচয় ব্যক্তির সঙ্গে জ্যাকলিন, তারকাদের গোপনীয়তা নিয়ে প্রশ্ন দর্শকের একাংশের

দিল্লির এক রেস্তরাঁয় কোনও এক অজ্ঞাতপরিচয় ব্যক্তি ভিডিয়ো করেছেন। বন্ধুদের সঙ্গে খেতে গিয়েছিলেন তিনি। সেখানেই জ্যাকলিন ফার্নান্ডেজ়কে দেখে অবাক সেই ব্যক্তি।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৩ ডিসেম্বর ২০২৫ ২০:১৫
গোপনে ফ্রেমবন্দি জ্যাকলিন ফার্নান্ডেজ়।

গোপনে ফ্রেমবন্দি জ্যাকলিন ফার্নান্ডেজ়। ছবি: সংগৃহীত।

কিছু দিন আগের ঘটনা। বিদেশে বাবা শাহরুখ খানের সঙ্গে জুতো কিনছিলেন মেয়ে সুহানা খান। সেই ভিডিয়ো মুহূর্তে ছড়িয়ে পড়েছিল সমাজমাধ্যমে। একই ঘটনা ঘটল জ্যাকলিন ফার্নান্ডেজ়ের সঙ্গে। দিল্লিতে এক পুরুষের সঙ্গে রেস্তরাঁয় দেখা গিয়েছে তাঁকে। যদিও কে তিনি, তা জানা যায়নি। সেই ভিডিয়ো সর্বত্র ছড়িয়ে পড়েছে।

Advertisement

দিল্লির এক রেস্তরাঁয় কোনও এক অজ্ঞাতপরিচয় ব্যক্তি ভিডিয়ো করেছেন। বন্ধুদের সঙ্গে খেতে গিয়েছিলেন তিনি। সেখানেই নায়িকাকে দেখে অবাক ওই ব্যক্তি। জ্যাকলিন কার সঙ্গে বসে ছিলেন বা গল্প করছিলেন তা বোঝা যায়নি। ভিডিয়ো দিয়ে জানতে চেয়েছেন, “ইনি কি জ্যাকলিন ফার্নান্ডেজ়? চিনতে পারলে বলুন।” মজার ছলে সেই ব্যক্তিকে উত্তরও দিয়েছেন নায়িকা। তিনি লেখেন, “হ্যাঁ, ওটা আমিই।” তবে দর্শকের একাংশ প্রশ্ন তুলেছে তারকাদের গোপনীয়তা নিয়ে।

গত কয়েক বছরে এক নতুন ধারা শুরু হয়েছে। নায়ক-নায়িকারা এখন যেখানেই যান, সেখানেই গিয়ে হাজির হন ছবিশিকারিরা। তা রেস্তরাঁর বাইরে হোক কিংবা কোনও অনুষ্ঠানে। কিছু দিন আগে রণবীর কপূর বিরক্ত হয়েছিলেন ছবিশিকারিদের কাণ্ডে। যে কমপ্লেক্সে তাঁরা থাকেন, তার প্রায় ভিতরে ঢুকে পড়েছিলেন পাপারাৎজ়িরা। করিনা কপূর খান এবং সইফ আলি খান কড়া ভাষায় নির্দেশ দিয়েছেন, যেন তাঁদের সন্তানদের ছবি না তোলা হয়। সম্প্রতি, স্কুলের অনুষ্ঠান থেকে বাড়ি ফেরার পথে শাহিদ কপূরের মেয়ে মিশার ছবি তোলায় ক্ষুব্ধ হয়েছিলেন নায়ক। যদিও এ ক্ষেত্রে গোপনীয়তা লঙ্ঘন নিয়ে কোনও অভিযোগ তোলেননি জ্যাকলিন, বরং মজার ছলেই নিয়েছেন গোটা বিষয়টা।

Advertisement
আরও পড়ুন