Janhvi Kapoor

মহিলা কর্মীকে হিড় হিড় করে টেনে নিয়ে ঘুষি! সমাজমাধ্যমে ক্ষোভ উগরে দিলেন জাহ্নবী

মহারাষ্ট্রের কল্যাণ ক্লিনিক নামে এক হাসপাতালের ঘটনায় ক্ষোভ উগরে দিয়েছেন অভিনেত্রী জাহ্নবী কপূর।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৪ জুলাই ২০২৫ ১২:১৯
কল্যাণ ক্লিনিক নিয়ে ক্ষোভ উগরে দিলেন জাহ্নবী।

কল্যাণ ক্লিনিক নিয়ে ক্ষোভ উগরে দিলেন জাহ্নবী। গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

হাসপাতালের মহিলা রিসেপশনিস্টকে চুল ধরে হিড় হিড় করে টেনে নিয়ে যাচ্ছেন এক ব্যক্তি। তার পরে মারধর করছেন। সমাজমাধ্যমে ভাইরাল এই ভিডিয়ো। মহারাষ্ট্রের কল্যাণ ক্লিনিক নামে এক হাসপাতালের ঘটনা ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে। ঘটনা নিয়ে ক্ষোভ উগরে দিয়েছেন অভিনেত্রী জাহ্নবী কপূর। সমাজমাধ্যমে স্পষ্ট মতামত তুলে ধরেছেন তিনি। তাঁর দাবি, অবিলম্বে ওই ব্যক্তিকে সংশোধনাগারে পাঠানো উচিত।

Advertisement

জানা গিয়েছে, ওই ব্যক্তির নাম গোপাল ঝা। মহিলা রিসেপশনিস্টকে ঘুষি মারতেও দেখা গিয়েছে তাঁকে। ২১ জুলাইয়ের ঘটনা এটি। জাহ্নবী তাঁর সমাজমাধ্যমে লিখেছেন, “এই লোকটার কারাবাসে থাকা উচিত। এই ধরনের আচরণে কোনও অসুবিধা নেই, এটা কেউ কী ভাবে ভাবতে পারে? ইনি ভাবলেন কী ভাবে, এই ভাবে গায়ে হাত তোলা যায়? কোন ধরনের পরিবেশে বেড়ে উঠলে কোনও অনুতাপ ও মানবিকতা ছাড়া এই কাণ্ড ঘটানো যায়?”

এখানেই শেষ নয়। তিনি আরও বলেছেন, “আপনার মস্তিষ্ক এই ভাবে ক্রিয়া করে, এটা জানার পরে নিজের সঙ্গে বাস করেন কী ভাবে? সত্যিই লজ্জাজনক। আমাদেরও লজ্জা হওয়া উচিত, এমন একটি ঘটনার তীব্র প্রতিবাদ না করার জন্য। এর কোনও ক্ষমা হতে পারে না।”

আসল ঘটনাটি কী? শ্যালিকাকে নিয়ে হাসপাতালে চিকিৎসককে দেখাতে গিয়েছিলেন গোপাল ঝা। রোগীদের ক্রমানুসারে ডাকছিলেন রিসেপশনিস্ট। কিন্তু গোপাল ঝা জোর করছিলেন, আগে চিকিৎসকের কাছে যাওয়ার জন্য। সেখান থেকেই সমস্যার সূত্রপাত। তবে নতুন একটি ভিডিয়োতে দেখা গিয়েছে, প্রথমে নাকি সেই রিসেপশনিস্টই গোপালের শ্যালিকাকে চড় মেরেছিলেন। তার পরে গোপাল সেই মহিলা কর্মীকে হিড় হিড় করে টেনে নিয়ে যান।

Advertisement
আরও পড়ুন