Kangana Ranaut on PM Modi

ফ্যাশন শো-এর মঞ্চে মুগ্ধ করবেন মোদী! কেন প্রধানমন্ত্রীকে অন্য রূপে দেখতে চান কঙ্গনা?

শুধুই পোশাকআশাকের জন্য নয়, ব্যক্তিত্ব ও আদবকায়দার জন্যই ফ্যাশন দুনিয়াকে মুগ্ধ করতে সক্ষম প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, মনে করেন কঙ্গনা।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৫ অক্টোবর ২০২৫ ১৫:৩৪
মোদীকে ফ্যাশন শো-তে দেখতে চান কঙ্গনা!

মোদীকে ফ্যাশন শো-তে দেখতে চান কঙ্গনা! গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

র‌্যাম্পে হাঁটলে ফ্যাশন দুনিয়ায় সাড়া ফেলতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মনে করেন কঙ্গনা রনৌত। অভিনেত্রীর এমন দাবি শুনে অবাক নেটাগরিক।

Advertisement

সম্প্রতি দিল্লির একটি ফ্যাশন শো-তে গিয়েছিলেন কঙ্গনা। তিনি নিজেও একেবারে অন্য অবতারে র‌্যাম্পে হাঁটেন। সেখানেই অভিনেত্রীকে প্রশ্ন করা হয়, রাজনীতির জগৎ থেকে কে সবচেয়ে ভাল র‌্যাম্পে হাঁটতে পারবেন? দু’বার না ভেবেই কঙ্গনা বলেন, “অবশ্যই আমাদের প্রধানমন্ত্রী। তিনি অসাধারণ হাঁটবেন র‌্যাম্পে। ওঁর স্টাইল অসাধারণ।”

শুধুই পোশাকআশাকের জন্য নয়, ব্যক্তিত্ব ও আদবকায়দার জন্যই ফ্যাশন দুনিয়াকে মুগ্ধ করতে সক্ষম নরেন্দ্র মোদী, মনে করেন কঙ্গনা। প্রধানমন্ত্রীর ভূয়সী প্রশংসা করে কঙ্গনা বলেন, “সব কিছু নিয়েই খুব ওয়াকিবহাল থাকেন উনি। শুধুই রাজনীতি নিয়ে নয়, সমাজের সব কিছু নিয়ে অবগত তিনি। তাই আমি মনে করি, ফ্যাশন শো-তে তিনি দারুণ ‘শো-স্টপার’ হতে পারেন।”

দিল্লিতে পোশাকশিল্পী রাহুলের বিয়ের গয়নাকে কেন্দ্র করে একটি ফ্যাশন শো-তে যোগ দেন কঙ্গনা। তিনিই ছিলেন ‘শো-স্টপার’। অভিনেত্রী এই দিন পরেছিলেন আইভরি রঙের একটি এমব্রয়ডারি করা শাড়ি। সঙ্গে ভারী সোনার গয়না। কঙ্গনাকে এই রূপে দেখে তাঁর অনুরাগীদের মনে পড়ে গিয়েছে ‘ফ্যাশন’ ছবিটির কথা। সেই ছবিতে এক র‌্যাম্প মডেলের চরিত্রে অভিনয় করেছিলেন কঙ্গনা। সেই ছবিতে তাঁর অভিনয় বিশেষ ভাবে প্রশংসা পেয়েছিল। বাস্তবেও বিভিন্ন ফ্যাশন শো-তে হেঁটেছেন তিনি।

উল্লেখ্য, কঙ্গনার শেষ মুক্তিপ্রাপ্ত ছবি ‘ইমার্জেন্সি’। এর পাশাপাশি রাজনীতির জগতেও ব্যস্ত তিনি। ২০২৪-এর বিজেপির হয়ে লোকসভা নির্বাচনে জয়ী হয়ে সাংসদ হন তিনি।

Advertisement
আরও পড়ুন