Katrina Kaif

‘হাউহাউ করে কাঁদছিলেন, ভেবেছিলেন সব শেষ’! ক্যাটরিনা কেন ভেঙে পড়েছিলেন?

ক্যাটরিনা একটাই কথা বলছিলেন, “আমি বড় ভুল করে ফেলেছি। আমি কাজ হারাচ্ছি, আর তার জন্য আমি নিজেই দায়ী।”

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৫ ডিসেম্বর ২০২৫ ২২:৫১
ক্যাটরিনা কইফ কেন ভেঙে পড়েছিলেন?

ক্যাটরিনা কইফ কেন ভেঙে পড়েছিলেন? ছবি: সংগৃহীত।

রণবীর কপূরের সঙ্গে বিচ্ছেদের পরে কান্নায় ভেঙে পড়েছিলেন ক্যাটরিনা কইফ। ভেবেছিলেন, শুধু সম্পর্কই না, নিজের কর্মজীবনও ধ্বংস হতে চলেছে। সম্প্রতি এক বর্ষীয়ান সাংবাদিক বিষয়টি প্রকাশ্যে এনেছেন। রণবীরের সঙ্গে বিচ্ছেদের পরে ক্যাটরিনা কী ভাবে বিধ্বস্ত হয়ে পড়েছিলেন, তা-ও প্রকাশ্যে আনেন তিনি।

Advertisement

‘অজব প্রেম কি গজ়ব কহানি’ ছবিতে অভিনয় করার সময়ে প্রেম শুরু ক্যাটরিনা ও রণবীরের। কিন্তু সেই সম্পর্ক স্থায়ী হয়নি। সাংবাদিক বলেছেন, “আমরা যখন যশরাজ ফিল্মস-এর স্টুডিয়োয় ক্যাটরিনার সাক্ষাৎকার নিতে গিয়েছিলাম, তখন উনি অঝোরে কাঁদছিলেন। একটাই কথা বলছিলেন, ‘আমি বড় ভুল করে ফেলেছি। আমি কাজ হারাচ্ছি, আর তার জন্য আমি নিজেই দায়ী’।”

রণবীরকে ভালবেসেছিলেন ক্যাটরিনা। কিন্তু সম্পর্কে বোঝাপড়া ছিল না। তাই সম্পর্ক ভেঙে যাওয়ার পরে ক্যাটরিনা নাকি সেই দিন বলেছিলেন, “আমরা আর একসঙ্গে নেই এখন। কিন্তু ওর জন্য আমি আমার নিজের কর্মজীবন ধ্বংস করে ফেলেছি।”

সেই সাংবাদিক সম্প্রতি একটি পডকাস্টে বলেছেন, “ক্যাটরিনা নিশ্চয়ই ভেবেছিলেন, রণবীরকে বিয়ে করে উনি কপূর পরিবারের অংশ হয়ে উঠবেন। উনি ভেবেছিলেন, কপূর পরিবারের বৌদের অভিনয় করতে দেওয়া হত না। তাই তিনিও বেশ কিছু ছবি ফিরিয়ে দিয়েছিলেন। পরে সেটা নিয়ে হতাশ হয়ে পড়েছিলেন।”

রণবীরের সঙ্গে বিচ্ছেদ-পর্ব খুব একটা মসৃণ ছিল না। সেই সম্পর্ক থেকে বেরোতে বেশ খানিকটা সময় লেগেছিল ক্যাটরিনার। অবশেষে রণবীরেরই ভাল বন্ধু তথা সহকর্মী ভিকি কৌশলের সঙ্গে প্রেম শুরু হয় নায়িকার। ২০২১-এর ডিসেম্বরে তাঁরা বিয়ে করেছিলেন। গত ৭ নভেম্বর তাঁরা পুত্রসন্তানের জন্ম দিয়েছেন।

Advertisement
আরও পড়ুন