Kunickaa Sadanand on Udit Narayan

‘চুম্বন করে ঠিকই করেছেন, মঞ্চে শিল্পীদের উত্তেজনা তুঙ্গে থাকে’, উদিতের হয়ে সরব অভিনেত্রী

“ওই মেয়েটি এসে চুম্বন করে চলে গেল। ওর তো আসাই উচিত হয়নি”, এই মন্তব্যের পরে অন্য মহিলারা তাঁকে কটাক্ষ করতে পারেন বলে মনে করছেন কুণিকা সদানন্দ।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৬ মার্চ ২০২৫ ২১:০৬
Actress Kunickaa Sadanand defends Udit Narayan for kissing a female fan

গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

একটি গানের অনুষ্ঠানে এক মহিলা অনুরাগীর ঠোঁটে গভীর চুম্বন করেছিলেন উদিত নারায়ণ। ভাইরাল হয়েছিল সেই ভিডিয়ো। তার পর দেশ জুড়ে তীব্র সমালোচনার মুখে পড়তে হয় গায়ককে। নানা ধরনের তির্যক মন্তব্য ধেয়ে এসেছিল গায়কের দিকে। কিন্তু উদিতের ব্যবহারে কোনও দোষই দেখছেন না কুণিকা সদানন্দ। বরং উদিতের হয়েই কথা বলেছেন তিনি।

Advertisement

এক সাক্ষাৎকারে কুণিকা বলেছেন, “উদিত নারায়ণজি চুম্বন করেছেন। একদম ঠিক করেছেন। কিন্তু যেখানে চুম্বন করেছেন, সেই জায়গাটা ঠিক নয়। গালে চুম্বন করতে পারতেন।” এখানেই শেষ নয়। গায়কের হয়ে উদিত বলেছেন, “এটা একটা পুরনো ভিডিয়ো। মনে হয় দু’বছর আগের ভিডিয়ো এটা। আমি কাউকে দোষ দিই না। মেয়েটাও তো সামনে এসেছিল। থালায় লাড্ডু সাজিয়ে দিলে, লাড্ডু খাওয়া যাবে না? এটা মোটেই ঠিক নয়।”

খ্যাতনামী ব্যক্তি বলেই তাঁর দিকে আঙুল তোলা হচ্ছে বলে মনে করছেন কুণিকা। তিনি আরও বলেন, “মঞ্চে অনুষ্ঠান করার সময়ে এক অন্য মাদকতা কাজ করে। উত্তেজনা তুঙ্গে থাকে। দর্শক এত ভালবাসা দেয়, নেশার মতো তা কাজ করে। এই ধরনের মুহূর্তে এই সব ঘটেই থাকে।”

এই মন্তব্যের পরে অন্য মহিলারা তাঁকে কটাক্ষ করতে পারেন বলে মনে করছেন কুণিকা। তাই তিনি বলেছেন, “ওই মেয়েটি এসে চুম্বন করে চলে গেল। ওর তো আসাই উচিত হয়নি। সবচেয়ে বড় কথা, মেয়েটি কোনও আপত্তিও জানায়নি।”

Advertisement
আরও পড়ুন