Madhubani Goswami

‘কোনও পরিকল্পনাই ছিল না’, ফের মা হচ্ছেন মধুবনী? স্ফীতোদরের ছবি প্রকাশ করেও রহস্য রাখলেন

দ্বিতীয় বার মা হতে চলেছেন মধুবনী গোস্বামী? নিজেই সেই জল্পনা উস্কে দিয়েছেন ছোট পর্দার অভিনেত্রী। নিজের ও স্বামী রাজা গোস্বামীর একটি ছবি ভাগ করে নিয়েছেন তাঁরা।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ৩০ জুলাই ২০২৫ ২০:২৮
ফের সন্তান আসছে মধুবনী-রাজার কোলে?

ফের সন্তান আসছে মধুবনী-রাজার কোলে? ছবি: সংগৃহীত।

দ্বিতীয় বার মা হতে চলেছেন মধুবনী গোস্বামী? নিজেই সেই জল্পনা উস্কে দিয়েছেন ছোট পর্দার অভিনেত্রী। নিজের ও স্বামী রাজা গোস্বামীর একটি ছবি ভাগ করে নিয়েছেন তাঁরা। ছবিতে দেখা যাচ্ছে, মধুবনীর স্ফীতোদরের সামনে বসে রয়েছেন রাজা গোস্বামী।

Advertisement

ছবির সঙ্গে অভিনেত্রী লেখেন, “আমরা এটার জন্য প্রস্তুত ছিলাম না। একদমই না। কিন্তু আমাদের অবাক করে দেওয়ার জন্য জীবনের নানা রকমের মজার রাস্তা থাকে।” বৃহস্পতিবার একটি বড় ঘোষণার ইঙ্গিত দিয়েছেন মধুবনী। বার বার জানিয়েছেন, একেবারেই অপরিকল্পিত ভাবে যা ঘটার ঘটেছে।

তাই অভিনেত্রী লিখেছেন, “সত্যি বলতে, আমরাও এখনও ঠিক বিশ্বাস করে উঠতে পারছি না। যাই হোক, বিষয়টা যখন হচ্ছে, তখন তোমাদের সঙ্গে তো শেয়ার করতেই হবে। আগামিকালকের দিনটাই বেছে নিয়েছি।” এই সুখবর মধুবনীর বিউটি পার্লার-কেন্দ্রিক নয় বলেও জানান। আনন্দবাজার ডট কম যোগাযোগ করলে, মধুবনী জানান, এই সুখবর কালই তাঁরা প্রকাশ্যে আনবেন। তার আগে আর কোনও ইঙ্গিত দিতে চান না। অন্তঃসত্ত্বা হওয়ার প্রসঙ্গ উঠতেই মধুবনী জানান, সেটাও হতে পারে। তবে এখনই খোলসা করে কিছুই বলা যাবে না।”

বৃহস্পতিবার শুভ দিন বলেই নাকি তাঁরা এই দিন ঘোষণা করার সিদ্ধান্ত নিয়েছেন। নিজের ফেসবুক পোস্টের শেষে অভিনেত্রী লিখেছেন, “সুখবরই দেব। তবে আমার বিউটি পার্লারের সঙ্গে এর কোনও যোগ নেই। এটা অন্য বিষয়।” যদিও মধুবনীর এই পোস্টে তাঁর অনুরাগীরা ধরেই নিয়েছেন, তাঁদের ঘরে আসছে দ্বিতীয় সন্তান। ইতিমধ্যেই মধুবনী ও রাজাকে শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন অনুরাগীরা।

Advertisement
আরও পড়ুন