Neha Dhupia

প্রেমে প্রতারণায় ‘সমর্থন’ করেন নেহা? ‘ছদ্ম নারীবাদ’ নিয়ে আজও খোঁচা তাঁকে, আক্ষেপ অভিনেত্রীর

আট বছর আগে ‘রোডিজ়’-এ এক পুরুষ প্রতিযোগীকে বকুনি দিয়েছিলেন অভিনেত্রী। সেই প্রতিযোগী জানিয়েছিলেন, তাঁর প্রেমিকা প্রতারণা করেছেন। অভিযোগ শুনেই প্রেমিকার পক্ষ নিয়েছিলেন নেহা।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০১ জুন ২০২৫ ১৪:২৬
Actress Neha Dhupia said that she still faces trolling for her comment 8 eight years ago

আট বছর আগের ভুলের আক্ষেপ হয় নেহার। ছবি: সংগৃহীত।

স্পষ্টবাদী ভাবমূর্তি তাঁর। অভিনয়ে সেই ভাবে সাড়া ফেলতে না পারলেও, খবরের শিরোনামে বার বার উঠে এসেছেন তিনি। কিন্তু তাও বিতর্ক ও কটাক্ষ পিছু ছাড়ে না নেহা ধুপিয়ার। এখনও কোনও বিষয় নিয়ে মন্তব্য করলেই সমাজমাধ্যমে ‘এটা ওঁর চয়েস’ বলে খোঁচা দেওয়া হয় নেহাকে। সেই নিয়ে সম্প্রতি এক সাক্ষাৎকারে আক্ষেপ করলেন অভিনেত্রী।

Advertisement

রিয়্যালিটি শো ‘রোডিজ়’-এ বিচারকের আসনে দেখা যায় নেহাকে। আট বছর আগে সেই অনুষ্ঠানে এক পুরুষ প্রতিযোগীকে বকুনি দিয়েছিলেন অভিনেত্রী। সেই প্রতিযোগী জানিয়েছিলেন, তাঁর প্রেমিকা তাঁর সঙ্গে প্রতারণা করেছেন। অভিযোগ শুনেই প্রেমিকার পক্ষ নিয়ে নেহা বলেছিলেন, “তুই আমার কথা শোন। এটা ওই মেয়েটার চয়েস।” এই মন্তব্যের পরেই নেহা সমালোচিত হয়েছিলেন। ‘ছদ্ম নারীবাদের’ ধ্বজাধারীর তকমাও পেয়েছিলেন নেহা। নেটাগরিকেরা দাবি করেছিলেন, সম্পর্কে প্রতারণার মতো বিষয়কেও নারীবাদের নামে সমর্থন করছেন অভিনেত্রী। এই ঘটনা আজও পিছু ছাড়েনি তাঁর। তাই আজও ‘ইট ইজ় হার চয়েস’ মন্তব্য করে তাঁকে খোঁচা দেওয়া হয়।

সাক্ষাৎকারে নেহা বলেছেন, “আট বছর আগের ঘটনা। কিন্তু এখনও আমি কোনও ভুল মন্তব্য করলে আমাকে ব্যঙ্গ করা হয় ‘চয়েস’ মন্তব্য নিয়ে। কিন্তু এখনও কেউ বুঝতে পারেননি, কোন প্রসঙ্গে আমি ঠিক কী বোঝাতে চাইছিলাম।”

নেহা জানান, তিনি বোঝাতে চাইছিলেন, একজন মহিলার অধিকার আছে নিজের মতো করে সিদ্ধান্ত নেওয়ার। মহিলাদের স্বাধীনতা আছে নিজের জন্য রাস্তা বেছে নেওয়ার। কিন্তু তাঁর এই বক্তব্য নাকি কেউ বুঝতে পারেননি।

Advertisement
আরও পড়ুন