Actress Rii Sen

শরীর নিয়ে ছুতমার্গ নেই, আগে কিউ তো আমার অনেক খাটো পোশাকের ছবি পোস্ট করেছে: ঋ

অভিনেত্রী ঋ সেনকে স্পষ্টবাদী হিসাবেই সবাই চেনেন। সম্প্রতি তাঁর ইনস্টাগ্রাম পোস্টকে কেন্দ্র করে শুরু হয়েছে জোর সমালোচনা। আদৌ কি কোনও সমালোচনা প্রভাবিত করে অভিনেত্রীকে?

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ২৯ মে ২০২৫ ১৭:৪৩
Actress Rii opens up about recent controversy regarding her new Instagram post

অভিনেত্রী ঋ সেন। ছবি: সংগৃহীত।

পরনে কালো আঁটসাঁট পোশাক। চোখের কাজল ঘেঁটে রয়েছে। এলোমেলো চুল। ক্যামেরার সামনে পোজ় দিয়েছেন অভিনেত্রী ঋ সেন। বৃহস্পতিবার, ইনস্টাগ্রামে নিজের একটি ছবি পোস্ট করেছেন অভিনেত্রী। তাঁর এই ছবি দেখেই সমাজমাধ্যমের পাতা জুড়ে হইহই কাণ্ড। কেন? কারণ, তাঁর এই ছবিতে স্পষ্ট ফুটে উঠেছে স্তনবৃন্ত।

Advertisement

ছবি দেখেই সমালোচনার ঝড়। কিন্তু সমালোচকদের নিয়ে কি আদৌ ভাবিত ঋ? অভিনেত্রীকে বরাবরই স্পষ্টবাদী হিসাবেই চেনেন সকলে। নিজের শর্তে বাঁচতে ভালবাসেন। তাই কারও কথাতেই গুরুত্ব দিতে রাজি নন অভিনেত্রী। এই ছবি পোস্ট করার পর একের পর এক নেতিবাচক মন্তব্য ধেয়ে এসেছে তাঁর দিকে। কেউ কেউ আবার তাঁর ছবি সমাজমাধ্যমের বিভিন্ন জায়গায় পোস্ট করে বিকৃত মন্তব্য করেছেন। তবে কারও মন্তব্যে গুরুত্ব দিতে একেবারেই রাজি নন অভিনেত্রী।

ইনস্টাগ্রামে এই ছবিটি পোস্ট করেন ঋ।

ইনস্টাগ্রামে এই ছবিটি পোস্ট করেন ঋ। ছবি: ইনস্টাগ্রাম।

আনন্দবাজার ডট কমকে স্পষ্ট জানালেন, নিজের টাকায় ইন্টারনেট রিচার্জ করান তিনি। কারও বাবার টাকায় কিছু করছেন না। তাই তিনি কী ছবি তুলবেন, কেমন ছবি পোস্ট করবেন, তা নিয়ে কোনও ধরনের মন্তব্যে কান দিতে রাজি নন। অভিনেত্রী বললেন, “পাশ্চাত্য সংস্কৃতির দ্বারা আমি প্রভাবিত। আমার নিজস্ব একটা স্টাইল আছে। জেনিফার লরেন্স, স্কার্লেট জোহ্যানসন—এঁদের ফ্যাশন দ্বারা অনুপ্রাণিত। ওঁদের যায়-আসে না জামার নীচে ব্রা পরল কি পরল না! সুতরাং এ সব ক্ষেত্রে আমায় নিয়ে আলোচনা হলে খুব মজা পাই।”

কোনও বিষয়ে রাখঢাক করা মোটে পছন্দ নয় ঋ-এর। তাঁর সাফ উত্তর, “কিউ-এর সঙ্গে আমি যখন সম্পর্কে ছিলাম, তখন তো ও আমার অনেক কম পোশাক পরা ছবি পোস্ট করত। সুতরাং আমি এ সব নিয়ে ভাবিত নই।” তাঁর অভিনীত ‘কসমিক সেক্স’ ছবিটি নিয়েও বিপুল আলোচনা হয়েছে। অন্য দিকে কিছু দিন আগেই মুক্তি পেয়েছে মনোজ বাজপেয়ীর সঙ্গে তাঁর অভিনীত ছবি ‘ডেসপ্যাচ’। নিজের কাজ নিয়ে আলোচনা হলেই অভিনেত্রী বেশি খুশি হবেন। তবে এই ছবিকে কেন্দ্র করে যে আলোচনা তৈরি হয়েছে সেটাকে কোনও গুরুত্ব দিতে চান না ঋ। যদিও আনন্দবাজার ডট কমের সঙ্গে কথা বলার পর নিজের ইনস্টাগ্রাম থেকে পোস্টটি মুছে দেন অভিনেত্রী।

Advertisement
আরও পড়ুন