‘চিরদিনই তুমি যে আমার’ ধারাবাহিকে টিআরপির ওঠা-পড়া নিয়ে কি ভাবেন শিরিন? ছবি: সংগৃহীত।
‘চিরদিনই তুমি যে আমার’ ধারাবাহিক নিয়ে আলোচনার শেষ নেই। নতুন নায়িকা শিরিন পালের ‘অপর্ণা’ হিসাবে আগমন হয়। গল্প অনুযায়ী, অপর্ণা এবং আর্যের বিয়ে দেখার জন্য উৎসাহী ছিল দর্শক। সেই অনুযায়ী যুগলের নতুন সমীকরণ দর্শকের নজর কেড়েছে। কিন্তু তার পরেও গত দু’সপ্তাহে টিআরপি তালিকায় প্রথম পাঁচে দেখা যায়নি এই ধারাবাহিকের নাম। নতুন নায়িকা কি তা নিয়ে ভাবেন?
আনন্দবাজার ডট কম-কে শিরিন বললেন, “টিআরপি আমাদের সবাইকেই খানিকটা ভাবায়। আগেও বলেছি, আমার কাজ অভিনয় করা। অভিনয় করতে এসেছি। সেটাতেই মন দিতে চাই। কাজ যদি মন দিয়ে করি তা হলে ফলও ভাল আসবে।” আগে শিরিনের জায়গায় ‘অপর্ণা’ চরিত্রে দেখা যেত অভিনেত্রী দিতিপ্রিয়া রায়কে। মাঝে নায়িকা ছাড়াই হয়েছিল শুটিং। তখনও টিআরপি তালিকায় নিজেদের জায়গা ধরে রেখেছিল এই কাহিনি।
গল্পে অনেক ধরনের পরিবর্তন এসেছে। প্রথম পাঁচে ধারাবাহিকের নাম দেখা না গেলেও, প্রথম দশে জায়গা করে নিয়েছে তারা। টিআরপির এই ওঠা-পড়া দেখে কি কখনও মনখারাপ হয় শিরিনের? অভিনেত্রী যোগ করেন, “মনখারাপ নয়, চিন্তা তো সবসময় থাকে। আর তা ছাড়া ভগবানকে অনেক ধন্যবাদ যে, আমি যাঁদের সঙ্গে কাজ করছি, তাঁরা এই ইন্ডাস্ট্রিতে অনেক দিন ধরে কাজ করছেন। তাই যখনই চিন্তা বা মনখারাপের কথা বলেছি, তখনই আমাকে তাঁরা বুঝিয়েছেন, আজ নম্বর কমলে আবার আমদের নম্বর বেড়ে যাবে। এটাই নিয়ম।” তবে এত কিছু নিয়ে বেশি চিন্তা করতে রাজি নন শিরিন, তা হলে কাজের দিকে মনোযোগ কমে যাবে। তাঁর বিশ্বাস, ভাল কাজ করলে তার সঠিক ফল মিলবেই।