Sneha Chatterjee

একের পর এক মায়ের চরিত্র! কেন ‘রাজরাজেশ্বরী রাণী ভবাণী’-তে অভিনয় করতে রাজি হলেন স্নেহা?

অভিনেত্রী স্নেহা চট্টোপাধ্যায়কে গত ছয়-সাত মাস সে ভাবে ছোট পর্দায় দেখেননি দর্শক। সম্প্রতি প্রকাশ্যে এসেছে তাঁর নতুন ধারাবাহিকের প্রচার ঝলক।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ০৯ জুলাই ২০২৫ ১৯:০৮
Actress Sneha Chatterjee comes back to Bengali serial after six seven months

স্নেহা চট্টোপাধ্যায়। ছবি: সংগৃহীত।

ছোট পর্দায় নয়-নয় করে তিনি কাটিয়ে ফেলেছেন এক দশকেরও বেশি সময়। একের পর এক ধারাবাহিকে তাঁর অভিনীত চরিত্র দর্শকের নজর কাড়ে। কিন্তু তা-ও মাঝে কয়েক মাস কাজ পাননি অভিনেত্রী স্নেহা চট্টোপাধ্যায়। বেশ অনেক দিন পরে অভিনেত্রীকে আবার দেখা যাচ্ছে ‘রাজ রাজেশ্বরী রাণী ভবানী’ ধারাবাহিকে। এক বাল্যবিধবার চরিত্রে দেখা যাচ্ছে তাঁকে। এর আগে আনন্দবাজার ডট কমকে অভিনেত্রী বলেছিলেন, “জানি, বছর দুয়েক পরে মায়ের চরিত্রেই অভিনয় করতে হবে। তা বলে এখনই? ছোট ছেলের মা হলেও কথা ছিল। অনেক বড় বড় ছেলের মায়ের চরিত্র দিচ্ছে। এই ধরনের চরিত্রে এখনই কী করে অভিনয় করি?” এই নতুন চরিত্রে ঠিক কী খুঁজে পেলেন তিনি? যে কারণে রাজি হলেন এই ধারাবাহিকে।

Advertisement

স্নেহা বললেন, “পিরিয়ড ড্রামায় আমি সে ভাবে কাজ করিনি। ‘সুবর্ণলতা’-ই শেষ, যেখানে এ রকম ছোঁয়া ছিল। তবে এটা আদ্যোপান্ত পিরিয়ড ড্রামা। বাঙাল ভাষায় কথা বলতে হবে। আমার এখানে অনেক কিছু দেওয়ার আছে। তাই রাজি হয়েছি।” তবে বড় পর্দা এবং ওয়েব সিরিজ়— দু’মাধ্যমেই তাঁকে দেখেছেন দর্শক। সদ্য মুক্তি পেয়েছে তাঁর অভিনীত ‘গৃহপ্রবেশ’ ছবিটি। শুধু ধারাবাহিক নয়, বড় পর্দা এবং ওয়েব সিরিজ়ে সমান ভাবে কাজ করতে আগ্রহী তিনি। অভিনেত্রী বললেন, “ছেলে বড় হচ্ছে। ছোট পর্দায় কাজ করলে অর্থনৈতিক স্বাধীনতা পাওয়া যায়। কিন্তু তা বলে এমন ভাবে কাজ করতে চাই না যেখানে সন্তান এবং পরিবারের জন্য আমার কোনও সময়ই থাকবে না।”

Advertisement
আরও পড়ুন