Sudipa Chatterjee

বাবার কথা রাখতে দু’বার বিয়ে করতে হয়েছিল! নেপথ্য কারণ প্রথম বার জানালেন সুদীপা

৯ জুলাই দু’বার বিয়ে করেছিলেন সুদীপা চট্টোপাধ্যায়। এ কথা শুনে অনেকেই বুঝতে পারছেন না ঠিক কী ঘটেছিল?

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ০৯ জুলাই ২০২৫ ১৭:৫৪
Sudipa Chatterjee explains why she got married to Agnidev Chatterjee twice

সুদীপা কেন দু’বার বিয়ে করেন অগ্নিদেবকে? ছবি: সংগৃহীত।

অসুস্থ বাবার কথা রাখতেই প্রথম বিয়ে করেছিলেন সুদীপা চট্টোপাধ্যায়। এ কথা শুনে অনেকের মনেই প্রশ্ন তৈরি হতে পারে। তবে কি সুদীপার দ্বিতীয় স্বামী হলেন অগ্নিদেব চট্টোপাধ্যায়! না বিষয়টি একেবারেই তেমন নয়। বাবার কথা মেনে স্বামী অগ্নিদেবকে দু’বার বিয়ে করেছেন সুদীপা। কিন্তু কেন?

Advertisement

আনন্দবাজার ডট কমকে সুদীপা বললেন, “বাবা সে সময় খুবই অসুস্থ ছিলেন। তাই চেয়েছিলেন আমার বিয়েটা দিয়ে যেতে। অগ্নির উপর খুব ভরসা করতেন তাই বার বার বলেছিলেন শাস্ত্রমতে বিয়েটা যেন আমরা করে নিই। পরে সইসাবুদ করে বিয়ে করলাম।” এমনই এক ৯ জুলাই শাস্ত্রমতে বিয়ে সেরেছিলেন সুদীপা এবং অগ্নিদেব। কন্যাদান করেছিলেন তাঁর দাদা।

সুদীপা বললেন, “আমার মাঙ্গলিক দোষ ছিল শুনেছি। আর এ সব ক্ষেত্রে বিয়ের আগে যদি আরও এক বিয়ে করা যায় তা হলে সেই বাধা কেটে যায় শুনেছি। তাই এ দিনেই অগ্নিকে সাক্ষী রেখে বিয়ে হয়েছিল আমাদের। বাবা হয়তো আগে থেকে বুঝতে পেরেছিলেন তাঁর হাতে বেশি দিন সময় নেই।” বিবাহবার্ষিকীতে আদর করে স্বামীকে দু’বার বিয়ের কথা বলেছেন তিনি। সুদীপা সমাজমাধ্যমের পাতায় লেখেন, “এই একটি মানুষের সাথে বিগত ১৫ বছরে, এক একটা দিন কেটেছে, এক একটা যুগের মতো। করুণাময় ঈশ্বরের কাছে প্রার্থনা— এই একই মানুষকে যেন, প্রতি জন্মে আমি আমার স্বামী হিসেবে পাই। প্রতি জন্মে- তোমাকেই পাশে পেতে চাই। ইঁদুর, ছুঁচো, মাছ, পাখি, চামচিকে, মানুষ— যা হয়ে জন্মাই, অগ্নিদেব, তোমাকেই পাশে চাই।”

কী ভাবে বিবাহবার্ষিকী পালন করছেন তাঁরা? সুদীপা যোগ করলেন, “সারা দিন বৃষ্টি আর পরিবহণের সমস্যার জন্য দাদারা বা অন্য আত্মীয়েরা কেউ আসতে পারছেন না। সকালে ইংলিশ ব্রেকফার্স্ট করেছি। দুপুরে অগ্নি বলল এই বৃষ্টির মরসুমে খিচুড়ি করতে। তাই বিশেষ দিনে আমাদের দুপুরের খাবার খিচুড়ি, ডিমভাজা আর ইলিশ মাছ ভাজা।” এখনও অবশ্য উপহার পাননি। তবে স্বামীকে বিদেশের একটি দারুণ শার্ট উপহার দিয়েছেন সুদীপা।

Advertisement
আরও পড়ুন