Sonali Kulkarni

গায়ের রং নিয়ে কটাক্ষ! কেরিয়ারের প্রথম পর্বের তিক্ত অভিজ্ঞতা শোনালেন সোনালি

সোনালি কুলকার্নি শক্তিশালী অভিনেত্রী। কিন্তু কেরিয়ারের শুরুর দিকে তাঁকে কটাক্ষের শিকার হতে হয়।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ১৯ ফেব্রুয়ারি ২০২৫ ১৪:০০
Actress Sonali Kulkarni recalls facing discrimination for being a dark girl at the age of 16

অভিনেত্রী সোনালি কুলকার্নি। ছবি: সংগৃহীত।

অভিনেত্রী সোনালি কুলকার্নি এখন বেছে অভিনয় করেন। কিন্তু এক সময় ‘দিল চাহতা হ্যায়’, ‘মিশন কাশ্মীর’-এর মতো ছবির মাধ্যমে জনপ্রিয় হন অভিনেত্রী। সম্প্রতি অভিনেত্রী জানিয়েছেন, শ্যামলা বর্ণের জন্য এক সময়ে ইন্ডাস্ট্রিতে তাঁকে সমস্যায় পড়তে হয়।

Advertisement

সোনালির বয়স তখন মাত্র ১৬ বছর। জীবনের প্রথম ছবির অডিশন দিতে উপস্থিতি অভিনেত্রী। সেই ছবিটির পরিচালক ছিলেন গিরিশ কারনাড। সোনালি জানান, তাঁর সঙ্গেই আরও অনেকেই সেই অডিশনে উপস্থিত ছিলেন। কিন্তু তাঁকে দেখেই এক জন মহিলা বলেন, ‘‘তুমি এখানে কেন? তুমি জানো না, শ্যামলা বর্ণের মেয়েদের ক্যামেরায় খারাপ দেখায়।’’

ওই মহিলার পরিচয় ফাঁস না করলেও তিনি যে ইন্ডাস্ট্রির পরিচিত মুখ— সে কথাও জানান সোনালি। অভিনেত্রী বলেন, ‘‘খুব অপ্রস্তুত হয়ে পড়েছিলাম। মনে হচ্ছিল, কী করতে এলাম এখানে।’’ কিন্তু পরে স্বয়ং গিরিশ কারনাডের সঙ্গে কথোপকথনের পর সেই যাত্রায় তিনি অনেকটাই ধাতস্ত হন।

সোনালিকে দর্শক খুব শীঘ্রই ‘উপস্‌! অব ক্যা’ ওয়েব সিরিজ়ে দেখবেন।

Advertisement
আরও পড়ুন