Tabu

অজয় বাবা হয়েছেন, মানতে পারেননি তব্বু! কন্যা নিসাকে দেখে কী প্রতিক্রিয়া দেন অভিনেত্রী

তব্বুর কথায়, “নিসাকে ‘ফানা’ ছবির শুটিংয়ের সময় প্রথম দেখেছিলাম। তখন খুব ছোট ছিল। ওকে দেখে আমার চোখে জল এসে গেল।”

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ১৮ ফেব্রুয়ারি ২০২৫ ২০:২৬
Tabbu reacts on after seeing Ajay Devgan and Kajol’s daughter nysaa for the first time

অজয়-কন্যা নিসাকে দেখে কী মনে হয় তব্বুর? ছবি: সংগৃহীত।

তাঁদের মধ্যে বন্ধুত্ব দীর্ঘ দিনের। ইন্ডাস্ট্রিতে আসার আগে থেকেই একে অপরকে চেনেন অজয় দেবগণ এবং তব্বু। একজন অভিনয়ের পাশাপাশি বিয়ে করে ঘোরতর সংসারী। আর একজন অভিনয় সমান তালে চালিয়ে গেলেও এখনও বিয়ে করেননি। অজয়ের জন্যই নাকি বিয়ে করেননি তব্বু! কাজলের সঙ্গে বিয়ের কয়েক বছরের মাথায় মেয়ে নিসার জন্ম হয়। কাজল-অজয়ের মেয়েকে দেখে কী প্রতিক্রিয়া দিয়েছিলেন তব্বু?

Advertisement

একটি পুরনো সাক্ষাৎকারে তব্বু বলেন, “অজয় যে মেয়ের বাবা আমি এখনও এটা মেনে নিতে পারিনি।” ‘ফানা’ ছবিতে কাজলের সঙ্গে অভিনয় করেন তব্বু। তখনই প্রথম বার অজয়ের মেয়েকে দেখেন। তব্বুর কথায়, “আর নিসাকে ‘ফানা’ ছবির শুটিংয়ের সময় দেখেছিলাম। সে এসেছিল। তখন খুব ছোট ছিল। ওকে দেখে আমার চোখে জল এসে গেল। মনে হল, এটা আমার বন্ধুর মেয়ে।” ২০০৬ সালে মুক্তিপ্রাপ্ত ছবি ‘ফানা’। সেই ছবিতে কাজল এবং আমির খান ছিলেন মুখ্য ভূমিকায়। নিসা দেবগনের জন্ম ২০ এপ্রিল, ২০০৩ সালে। যখন তব্বুর সঙ্গে দেখা হয়, তখন নিসার বয়স ছিল মাত্র ৩ বছর।

Advertisement
আরও পড়ুন