কী হয়েছে শ্রীময়ীর? ছবি: সংগৃহীত।
২ নভেম্বর এক বছর বয়স হবে শ্রীময়ী চট্টরাজ এবং কাঞ্চন মল্লিকের মেয়ে কৃষভির। মেয়ের জন্মদিনের আগে আচমকাই অসুস্থ হয়ে পড়েছিলেন অভিনেত্রী। শুটিংয়ের মাঝে তিনি অনুভব করেন চারিদিক যেন অন্ধকার হয়ে আসছে। তার পর নিজে একা গিয়েই হাসপাতালে ভর্তি হন। ঠিক কী হয়েছিল অভিনেত্রীর?
দুর্গাপুজোর আগে থেকেই অনিয়ম চলছে তাঁর। শ্রীময়ী এবং কাঞ্চনের বাড়িতে প্রায় সব পুজো হয়। সেই সঙ্গে কাজের জন্যও নানা জায়গায় যেতে হয় তাঁদের। সব মিলিয়ে কালীপুজো পর্যন্ত অনিয়ম চলেছে। শ্রীময়ী জানালেন সেই কারণেই সম্ভবত অসুস্থ হয়ে পড়েছিলেন। মাঝে নৈহাটিতে বড়মার কাছে পুজো দিতে গিয়েছিলেন তাঁরা।
শ্রীময়ী বলেন, “যে দিন নৈহাটি যাই তখন থেকেই অল্প অল্প জ্বর ছিল। পেটটাও ঠিক ছিল না। একটা বিজ্ঞাপনের শুটিং ছিল। সেখানে গিয়ে মনে হয় চারপাশ যেন অন্ধকার হয়ে আসছে। রক্তচাপ স্বাভাবিকের চেয়ে কমে যায়। সে সময় কাঞ্চন ছিল ‘প্রজাপতি ২’-এর শুটিংয়ে। ওকে খবর দেওয়া হয়। কাঞ্চন তখনই ফোনে আমার চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করে।” তার পরেই বাইপাস সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন অভিনেত্রী। তিন দিন হাসপাতালে ছিলেন শ্রীময়ী।সেখানে বিভিন্ন ধরনের পরীক্ষা করা হয়। তাতে কী ধরা পড়েছে?
কাঞ্চন পত্নী জানিয়েছেন রিপোর্ট বলছে, গুরুতর পেটের সমস্যা দেখা দিয়েছে।
এই তিন দিন মেয়ে কৃষভি কীভাবে ছিল মাকে ছেড়ে? শ্রীময়ী যোগ করেন, “আমার মায়ের কাছে ছিল ও। কিন্তু কৃষভির খুব কষ্ট হয়েছে। আমারও মেয়েকে ছেড়ে থাকতে খুবই মনখারাপ হচ্ছিল। সামনেই আবার জন্মদিন। ভাগ্যিস ছাড়া পেয়েছি ওর জন্মদিনের আগে। এখন অবশ্য আমি ঠিক আছি।” কৃষভির প্রথম বছরের জন্মদিনে কী পরিকল্পনা কাঞ্চন এবং শ্রীময়ীর? সবটাই ক্রমশ প্রকাশ্য।