Grihapravesh Bengali Serial Update

ছোটপর্দায় ‘মা’-এর চরিত্রে ঊষসী, ‘গৃহপ্রবেশ’ ধারাবাহিকের নতুন গল্প নিয়ে কী বললেন অভিনেত্রী?

২০ বছর এগিয়ে গিয়েছে সময়। সেখানে দেখা যাচ্ছে, শুভলক্ষ্মী এবং আদৃতের গল্পে এসেছে নতুন মোড়। চরিত্রের নতুন মোড়ক নিয়ে কী বললেন অভিনেত্রী?

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ১৬ জানুয়ারি ২০২৬ ২০:২৫
চরিত্রের নতুন মোড় নিয়ে কী বললেন ঊষসী?

চরিত্রের নতুন মোড় নিয়ে কী বললেন ঊষসী? ছবি: সংগৃহীত।

‘গৃহপ্রবেশ’ ধারাবাহিকে নতুন মোড়। ২০ বছর এগিয়ে গিয়েছে সময়। সেখানে দেখা যাচ্ছে, শুভলক্ষ্মী এবং আদৃতের গল্পে এসেছে নতুন মোড়। মেয়েকে ফিরে পাওয়ার জন্য এখনও ভগবানের কাছে প্রার্থনা করে শুভলক্ষ্মী। চিত্রনাট্যের ভিত্তিতে এ বার মায়ের চরিত্রে ঊষসী রায় এবং মেয়ের চরিত্রে দর্শক দেখবেন স্বপ্নিলা চক্রবর্তীকে।

Advertisement

সাধারণত নায়িকারা সহজে মায়ের চরিত্রে অভিনয়ের জন্য রাজি হন না। এ ক্ষেত্রে ঊষসী বিষয়টা কী ভাবে দেখছেন? অভিনেত্রী বললেন, “ধারাবাহিকে অভিনয় করলে এত কিছু ভাবলে চলে না। প্রতিদিন, প্রতিনিয়ত অনেক কিছু বদলে যায়। একটা দৃশ্যে অভিনয় করার সময়েও অনেক সময়ে জানতে পারি না পরের দৃশ্যে কী আছে? প্রতি মুহূর্তে চ্যালেঞ্জ। তাই এ ভাবে কোনও কিছুই দেখি না।”

অন্য দিকে স্বপ্নিলাকে দর্শক দেখেছে ‘মিঠিঝোরা’ ধারাবাহিকে। তাঁর অভিনীত ‘স্রোত’ চরিত্র নিয়ে এখনও আলোচনা শেষ হয়ে যায়নি। অভিনেত্রী বলেন, “অনেক ধরনের চরিত্রে অভিনয় করেছি। তবে এই নতুন চরিত্রে অনেক রকমের স্তর রয়েছে। যা আমাকে আকর্ষিত করেছে।” অভিনেত্রীর লুকেও অনেক পরিবর্তন হয়েছে। কেশসজ্জা থেকে ‘লুক’ সবটাই এখানে অন্যরকম। স্বপ্নিলা জানান, তিনি নিজেও খুব উত্তেজিত নতুন ধরনের চরিত্র এবং ‘লুক’ পেয়ে।

Advertisement
আরও পড়ুন