Aditya Roy Kapur

আতঙ্কিত আদিত্য! অচেনা মহিলা বাড়িতে ঢুকে পড়ার পর নতুন কী পদক্ষেপ করছেন অভিনেতা?

সলমনের বা়ড়ির কড়া নিরাপত্তাবেষ্টনী ভেঙে কিছু দিন আগে ঢুকে পড়েছিলেন দুই অজ্ঞাতপরিচয় পুরুষ ও মহিলা। পরে জানা যায়, দু’জনই অভিনেতার অনুরাগী। সেই একই অবস্থা আদিত্যেরও।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৮ মে ২০২৫ ১৬:৩০
Aditya Roy Kapoor to tighten up his security as an unknown woman sneaked into his house

আতঙ্কে কী পদক্ষেপ করলেন আদিত্য? ছবি: সংগৃহীত।

আদিত্য রায় কপূরের অনুরাগী অসংখ্য। দীর্ঘ দেহ, টানাটান বলিষ্ঠ চেহারা, এক মাথা কোঁকড়া চুল— আদিত্যের এই রূপে মুগ্ধ অনুরাগীর সংখ্যা গুনে শেষ করা যায় না। তবে খ্যাতির সঙ্গে আসে বিড়ম্বনাও। এক ভক্তের কাণ্ডে নিজের বাড়িতেও নিরাপত্তাহীনতায় ভুগছেন অভিনেতা।

Advertisement

প্রায়ই লরেন্স বিশ্নোইয়ের থেকে পর পর হুমকি পান সলমন খান। তাই সব সময়ে নিরাপত্তার ঘেরাটোপে থাকছেন ভাইজান। সেই নিরাপত্তাবেষ্টনী ভেঙে কিছু দিন আগে ঢুকে পড়েছিলেন দুই অজ্ঞাতপরিচয় পুরুষ ও মহিলা। পরে জানা যায়, দু’জনই সলমনের অনুরাগী। সেই একই অবস্থা আদিত্যেরও। সোমবার সন্ধে ৬টা নাগাদ এক মহিলা হঠাৎ ঢুকে প়ড়েন অভিনেতার বাড়িতে। সেই মহিলাকে আটক করে পুলিশ।

আদিত্যের গৃহকর্ম সহায়িকা সঙ্গীতা পওয়ারকে জিজ্ঞাসাবাদ করে জানা যায়, ওই মহিলার নাম গজ়লা জাকারিয়া সিদ্দীকী। বয়স ৪৭ বছর। পুলিশকে তিনি জানান, আদিত্যর জন্য পোশাক ও উপহার নিয়ে এসেছেন তিনি। যদিও আদিত্য স্পষ্ট জানিয়ে দেন, তিনি ওই মহিলাকে চেনেন না। অচেনা কারও সঙ্গে দেখা করতে রাজি নন বলে জানিয়ে দেন ‘আশিকি ২’ খ্যাত অভিনেতা। এর পরে অভিনেতা শুটিং-এর জন্য নিজের বাড়ি থেকে বেরিয়ে যান। কিন্তু ওই মহিলা তার পরেও আদিত্যের বাড়ি থেকে বেরোতে রাজি হননি। এর পরেই গৃহকর্ম সহায়িকা থানায় ফোন করেন।

পুলিশের কাছে অজ্ঞাতপরিচয় মহিলার নামে অভিযোগ দায়ের করেন তিনি। মহিলা জানান, তিনি দুবাইয়ের বাসিন্দা। এক পুলিশ আধিকারিক সংবাদমাধ্যমকে বলেছেন, “ভারতীয় ন্যায় সংহিতার ৩৩১(১) নম্বর ধারায় আমরা ওই মহিলাকে গ্রেফতার করেছি।” শুধুই অনুরাগী না কি, ওই মহিলার অন্য কোনও উদ্দেশ্য ছিল, তা-ও খতিয়ে দেখছে পুলিশ।

এই ঘটনার পরে যথেষ্ট সন্ত্রস্ত আদিত্য নিজেও। বাড়িতে নিরাপত্তা আরও জোরদার করার চেষ্টা করছেন তিনি। সেই সঙ্গে যাতায়াতের পরেও নিজের নিরাপত্তা নিয়ে আরও বেশি সতর্ক হচ্ছেন তিনি বলে জানা গিয়েছে।

উল্লেখ্য, আদিত্য তাঁর আসন্ন ছবি ‘মেট্রো ইন দিনো’ নিয়ে এখন ব্যস্ত। ছবিতে আদিত্যের সঙ্গে রয়েছেন সারা আলি খান, আলি ফজ়ল, নীনা গুপ্ত, কঙ্কনা সেনশর্মা, পঙ্কজ ত্রিপাঠীও। ছবি মুক্তি পাচ্ছে আগামী ৪ জুলাই।

Advertisement
আরও পড়ুন