Kamal Haasan

মুখে কালি মাখিয়ে নিষিদ্ধ ঘোষণা করা হবে! বড় বিতর্কে জড়ালেন কমল হাসন, কী করেছেন তিনি?

চেন্নাইয়ের অনুষ্ঠানে গিয়ে কমল এই মন্তব্য করায় চটেছেন কর্নাটকের মানুষ। বর্ষীয়ান অভিনেতার কাছে আসছে একের পর এক হুমকি। এমনকি রাজ্যে তাঁকে নিষিদ্ধ করার দাবিও উঠেছে।

Advertisement
শেষ আপডেট: ২৮ মে ২০২৫ ১১:০৭
Image of Kamal Haasan

ভাষা নিয়ে ফের নতুন বিতর্কে কমল হাসন। ছবি: সংগৃহীত।

কন্নড় ভাষার উৎপত্তি তামিল ভাষা থেকে। সম্প্রতি এক অনুষ্ঠানে গিয়ে এই মন্তব্য করতেই বিপাকে পড়েছেন কমল হাসন। চেন্নাইয়ের অনুষ্ঠানে গিয়ে কমল এই মন্তব্য করায় চটেছেন কর্নাটকের মানুষ। বর্ষীয়ান অভিনেতার কাছে আসছে একের পর এক হুমকি। এমনকি রাজ্যে তাঁকে নিষিদ্ধ করার দাবিও উঠেছে।

Advertisement

‘ঠগ লাইফ ইন চেন্নাই’ ছবির অনুষ্ঠানে কমলের সঙ্গে ছিলেন কন্নড় অভিনেতা শিবাজীকুমারও। কমল বলেন, “তামিল হল আমার জীবন ও আমার পরিবার। আর অভিনেতা শিবাজীকুমার হল অন্য রাজ্যে থাকা আমার পরিবারের আর এক অংশ। তাই আজ তিনি এসেছেন। আর সেই জন্যই শুরুতে বললাম, তামিল ভাষা আমার পরিবার ও জীবন। আর আপনার (শিবাজীকুমার) ভাষা তামিল থেকেই জন্ম নিয়েছে। তাই আপনিও আমাদের মধ্যেই আছেন।”

এর পরেই তাঁর দিকে ধেয়ে আসে কটাক্ষ— “ইতিহাস জেনে তার পর কথা বলুন। কোনও ধর্মান্ধের থেকে আমরা ভাষাশিক্ষা নেব না।” এমন নানা মন্তব্য ধেয়ে আসতে শুরু করেছে কমল হাসনের দিকে। এমনকি কমল হাসনের মুখে কালি পর্যন্ত মাখানো হবে বলে হুমকি এসেছে। এক কন্নড় বাসিন্দার কথায়, “কন্নড় ভাষার ইতিহাস ২০০০ বছরের। পৃথিবীর সবচেয়ে প্রাচীন ভাষাগুলির মধ্যে এটি একটি।”

কন্নড় রক্ষণ বেদিকের নেতা প্রবীণ শেট্টি বলেছেন, “কমল হাসনকে আমরা সাবধান করছি। কর্নাটকে আপনি ব্যবসা করতে চান? তার পরেও কন্নড় ভাষার অপমান করছেন? আমরা আপনার মুখে কালি মাখাতে প্রস্তুত ছিলাম। কিন্তু আপনি পালিয়ে গেলেন। কন্নড় ভাষার বিরুদ্ধে কথা বললে আপনার ছবিকে নিষিদ্ধ ঘোষণা করা হবে এই রাজ্যে।”

তবে কমল এই মন্তব্যে কোনও প্রতিক্রিয়া দেননি। অনুষ্ঠানেও তাঁর কোনও প্রতিক্রিয়া ছিল না। তিনি কোনও আপত্তিও করেননি। কিন্তু চটেছেন কর্নাটকের মানুষ। কিছু দিন আগে কন্নড় ভাষা নিয়ে বিতর্কে জড়িয়েছিলেন সোনু নিগম।

Advertisement
আরও পড়ুন