Dipika kakar Ibrahim

এক বছরের পুত্র রয়েছে, যকৃতে ক্যানসার ধরা পড়ল দীপিকার, কোন স্টেজে রয়েছেন?

যকৃতে টেনিস বলের আকারের টিউমার আগেই জানিয়েছিলেন দীপিকা। এ বার দিলেন অন্য দুঃসংবাদ।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৮ মে ২০২৫ ১০:২১
ক্যানসারে আক্রান্ত দীপিকা কক্কর।

ক্যানসারে আক্রান্ত দীপিকা কক্কর। গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

বছরখানেক আগেই মা হয়েছিলেন। খবর মিলেছিল, শিশুপুত্রকে রেখেই হাসপাতালে ছোটাছুটি করতে হচ্ছিল। কিন্তু কেমন আছেন জনপ্রিয় টেলি অভিনেত্রী, খোঁজ মিলছিল না। অবশেষে খবর দিলেন নিজেই।

Advertisement

যকৃতের বাঁ দিকে একটি টিউমার ধরা পড়েছিল দীপিকা কক্কর ইব্রাহিমের। যত দ্রুত সম্ভব তা অস্ত্রোপচার করাতে হবে বলেই জানিয়েছিলেন চিকিৎসকেরা। কিন্তু গত এক সপ্তাহে এর বেশি কিছু আর জানা যায়নি অভিনেত্রীর শারীরিক অবস্থা সম্পর্কে। মঙ্গলবার রাতে নিজের স্বাস্থ্যের খবর দিলেন অভিনেত্রীই। আশঙ্কা সত্যি করে জানালেন, দীপিকা ক্যানসারে আক্রান্ত। যকৃতে বাসা বেঁধেছে ক্যানসার।

এ খবর শুনে দুশ্চিন্তায় তাঁর অনুরাগীরা। অনেকের কাছে এখনও অবিশ্বাস্য ঠেকছে। দীপিকা নিজের সমাজমাধ্যমের পাতায় জানান ক্যানসারের দ্বিতীয় পর্যায়ে রয়েছেন তিনি।দীপিকা একটি বিবৃতিতে দিয়ে লেখেন , "আপনারা সকলেই জানেন যে গত কয়েক সপ্তাহ আমাদের জন্য বেশ কঠিন ছিল... পেটের উপরের অংশে ব্যথার জন্য হাসপাতালে যেতে হচ্ছে বার বার... এবং তারপর জানতে পারি যকৃতে টেনিস বলের আকারের টিউমার হয়েছে। এবং তার পর জানতে পারছি যে টিউমারটি দ্বিতীয় পর্যায়ের ম্যালিগন্যান্ট (ক্যানসার)... এটি আমাদের দেখা, সবচেয়ে কঠিন সময়গুলির মধ্যে একটি!” যদিও অভিনেত্রী জানিয়েছেন তিনি ইতিবাচক থাকার চেষ্টা করছেন। একমাত্র চিন্তা তাঁর এক বছরের ছোট ছেলেকে নিয়ে। দীপিকা আরও লেখেন, “এই পরিস্থিতি থেকে আরও শক্তিশালী হয়ে বেরিয়ে আসতে দৃঢ়প্রতিজ্ঞ। আমার পুরো পরিবার আমার পাশে আছে এবং আপনাদের সকলের ভালোবাসা এবং প্রার্থনায় আমিও এই পরিস্থিতি কাটিয়ে উঠব! আপনারা প্রার্থনা করবেন !”

Advertisement
আরও পড়ুন