Shefali Jariwala

শেফালীর মৃত্যুর পর কি নতুন ভাবে আসছে ‘কাঁটা লগা’! কী জানালেন নির্মাতারা

শেফালী জরীওয়ালার অকালপ্রয়াণের পর ফের এক চর্চা। ২০০২ সালে জনপ্রিয় ইন্ডিপপ গানের পুনর্নির্মাণ কি হতে পারে? কী বললেন নির্মাতারা?

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৪ জুলাই ২০২৫ ১৭:৫১
After Shefali Jariwala demise Kanta Laga makesrs say the will never make a sequel to this song

‘কাঁটা লগা গার্ল’ গানের একটি দৃশ্যে শেফালী জরীওয়ালা। ছবি: সংগৃহীত।

অভিনেত্রী শেফালী জরীওয়ালা চেয়েছিলেন, মৃত্যুর আগের মুহূর্ত পর্যন্ত দর্শক তাঁকে ‘কাঁটা লগা গার্ল’ নামেই চিনুক। হয়েছেও তাই। শেফালীর ইচ্ছে ছিল, আর কোনও ‘কাঁটা লগা গার্ল’ যাতে তৈরি না হয়। তাঁর জীবদ্দশায় তেমনটাও হয়নি। কিন্তু শেফালীর অকালপ্রয়াণের পর ফের চর্চা চলছে ২০০২ সালে জনপ্রিয় হওয়া ইন্ডিপপ গান ‘কাঁটা লগা’ নিয়ে। প্রশ্ন, গানটার কি পুনর্নির্মাণ হবে? নির্মাতারা কী জানালেন?

Advertisement

শেফালী তখন ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্রী। এক দিন বন্ধুদের সঙ্গে কলেজের বাইরে ঘুরছিলেন। হঠাৎ তাঁকে ডাকেন ‘কাঁটা লগা’ মিউজ়িক ভিডিয়োর পরিচালক জুটি রাধিকা রাও আর বিনয় সাপ্রু। তাঁরা অনেকক্ষণ লক্ষ করছিলেন তাঁকে। তিনি সামনে গিয়ে দাঁড়াতেই রাধিকা অভিনয়ের কথা বলেন। পুরনো এক সাক্ষাৎকারে শেফালী বলেছিলেন, “বিষয়টি আমার কাছ যতটা মজার ততটাই ছিল উত্তেজনার। আবার হাতখরচও দরকার। সব মিলিয়ে সিদ্ধান্ত নিলাম, একটা কাজ করে তো দেখি!” বাড়ির কাউকে না জানিয়েই তিনি রাজি হলেন। লতা মঙ্গেশকর গাওয়া বিখ্যাত গানের রিমিক্স ভিডিয়োয় অভিনয় করলেন। ভাবেননি, সেই ভিডিয়ো রাতারাতি ভাইরাল হবে! হিন্দি পপ দুনিয়া তাঁকে ঘিরে আবর্তিত হতে থাকবে। শেফালীর কথায়, “আমার সাতপুরুষের কেউ কোনও দিন অভিনয় করেননি। তাঁরা প্রত্যেকে উচ্চশিক্ষিত। আমি শিক্ষিত পরিবারের সন্তান। আমিও পড়াশোনা শেষ করেছি।” কিন্তু ওই সাফল্য তাঁকে আর অন্য কোনও দিকে তাকাতে দেয়নি। অভিনেত্রী তার পর থেকেই লাইট-সাউন্ড-ক্যামেরা-অ্যাকশনের দুনিয়ায়। সদ্যপ্রয়াত শেফালীর স্মরণসভায় যান বিনয় সাপ্রু। তিনি ফিরে এসে সমাজমাধ্যমে ঘোষণা করেন, আর কোনওদিনও এই গানের পুনর্নির্মাণ হবে না। তিনি লেখেন, ‘‘তুমি সব সময় কাঁটা লগা গার্ল হয়ে থাকতে চেয়েছিলে। সেই জন্য এই গানটা নিয়ে আর কিছু করিনি। আবারও কথা দিলাম, কোনওদিনও এই গানটা নিয়ে কাজ করব না। তুমিই থাকবে একমাত্র কাঁটা লগা গার্ল।’’

Advertisement
আরও পড়ুন