Toilet: Ek Prem Katha Conflict

‘টয়লেট: এক প্রেম কথা’ নিয়ে চর্চা তুঙ্গে, নীরবতা ভাঙলেন অক্ষয়ও! পাল্টা বিঁধলেন জয়াকে?

কিছু দিন আগেই জয়া বচ্চন ছবির নাম নিয়ে বিঁধেছিলেন অক্ষয়কে। শুক্রবার বিষয়টি নিয়ে মুখ খুললেন নায়ক। তাঁর কী মত?

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১১ এপ্রিল ২০২৫ ১৫:৩৯
‘টয়লেট: এক প্রেম কথা’ নিয়ে জয়া বচ্চনের পর সোচ্চার অক্ষয় কুমার।

‘টয়লেট: এক প্রেম কথা’ নিয়ে জয়া বচ্চনের পর সোচ্চার অক্ষয় কুমার। ছবি: সংগৃহীত।

অক্ষয় কুমার অভিনীত ‘টয়লেট: এক প্রেম কথা’ নিয়ে দিন কয়েক আগেই সরব হয়েছিলেন জয়া বচ্চন। ছবির নায়ককে সরাসরি কিছু বলেননি তিনি। ক্ষোভ প্রকাশ করেছিলেন ছবির নাম নিয়ে। জয়ার কটাক্ষ ইতিমধ্যেই ভাইরাল। এ বার মুখ খুললেন অক্ষয়ও। সদ্য তিনি তাঁর আগামী ছবি ‘কেশরী: চ্যাপ্টার ২’-এর প্রচারে যোগ দিয়েছিলেন। সেখানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, “জয়াজি যখন বলছেন, নিশ্চয়ই ঠিক বলছেন। ছবিটি করে আমি ভুল করেছি।”

Advertisement

অক্ষয় এ দিন কোনও বিতর্কে যাননি। পাল্টা কটাক্ষেও বেঁধেননি বর্ষীয়ান অভিনেত্রীকে। বরং, তিনি অত্যন্ত বিনীত ভাবে দায় স্বীকার করে নিয়েছেন। বলেছেন, “জয়াজির মতের বিরুদ্ধে আমার কিছুই বলার নেই। ওঁর যখন মনে হয়েছে তখন সেটাই ঠিক। নিশ্চয়ই কিছু বুঝে বলেছেন। ওঁর যদি মনে হয়ে থাকে, আমি ভুল করেছি, তা হলে সত্যিই ভুল করেছি।” অক্ষয়ের কথা কি পৌঁছেছে ‘গুড্ডি’ জয়ার কাছে? সে খবর অবশ্য অজানা।

২০১৭-র ছবি ‘টয়লেট: এক প্রেম কথা’। ছবিটি সেই সময় যথেষ্ট সাড়া ফেলেছিল। সেই ছবি নিয়ে ২০২৫-এ কেন ক্ষোভ উগরে দিলেন সাংসদ-অভিনেত্রী, জানা যায়নি। সাম্প্রতিক এক সাক্ষাৎকারে ছবি প্রসঙ্গে তাঁর দাবি, “ছবিটি এমনিতেই ব্যর্থ। এমন ছবি ব্যর্থ হওয়ারই কথা। কারণ, ছবির নাম। এই ধরনের নাম কখনও দর্শকমনে আগ্রহ তৈরি করতে পারে?” প্রশ্ন রাখেন উপস্থিত দর্শক-শ্রোতার কাছে। জানতে চান, কত জন ছবিটি দেখবেন? খুব কম সংখ্যক দর্শক ছবি দেখার ইচ্ছাপ্রকাশ করলে বর্ষীয়ান অভিনেত্রী জানান, তাঁরই পাল্লা ভারী। তিনিও নাম শুনেই ছবিটি দেখেননি।

Advertisement
আরও পড়ুন