Akshay Kumar

Bollywood: অক্ষয়ের সঙ্গে ‘রক্ষাবন্ধন’ পালন করবেন ভূমি, গুঞ্জন বলিপাড়ায়

খুব শীঘ্রই শুরু হতে চলেছে এই ছবির কাজ। সব কিছু ঠিক থাকলে আগামী ২১ জুন থেকে মুম্বইতে শুরু হবে শ্যুটিং।

Advertisement
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০৬ জুন ২০২১ ২১:৫০
অক্ষয় কুমার এবং ভূমি পেডনেকার।

অক্ষয় কুমার এবং ভূমি পেডনেকার।

নতুন ছবির প্রস্তুতি নিচ্ছেন অক্ষয় কুমার। নাম ‘রক্ষাবন্ধন’। দিদি অলকা ভাটিয়াকে এই ছবি উপহার দিতে চান অভিনেতা। গত বছর আগস্টে একটি টুইটের মাধ্যমে তিনি জানিয়েছিলেন, এই ছবির গল্প তাঁর মন ছুঁয়ে গিয়েছে। তাই বেশি চিন্তাভাবনা না করেই অভিনয় করতে রাজি হয়ে গিয়েছিলেন অক্ষয়।

খুব শীঘ্রই শুরু হতে চলেছে এই ছবির কাজ। সব কিছু ঠিক থাকলে আগামী ২১ জুন থেকে মুম্বইতে শুরু হবে শ্যুটিং। এক সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, এই ছবিতে অক্ষয়ের সঙ্গে অভিনয় করতে পারেন ভূমি পেডনেকার। ছবিতে নিজের চরিত্রটি খুবই পছন্দ হয়েছে ভূমির। তাই অক্ষয়ের মতো বেশি সময় না নিয়ে কাজ করতে রাজি হয়ে গিয়েছেন তিনিও।

অক্ষয়ের সঙ্গে আগে ‘টয়লেট এক প্রেম কথা’ ছবিতে অভিনয় করেছেন ভূমি। দু’জনের রসায়ন বেশ পছন্দ করেছিলেন দর্শক।

Advertisement
Advertisement
আরও পড়ুন